সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=================
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়নামতি অঞ্চলের আন্ত: কলেজ এ্যাথলোটিকস প্রতিযোগিতা (১৭ ডিসেম্বর) মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজনে কুমিল্লা স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃনিজামুল করিম ।
প্রধান অতিথির মাধ্যমে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে মাঠ প্রদক্ষিণের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সার্বিক ব্যবস্থানায় কুমিল্লা শিক্ষাবোর্ড এর আয়োজনে ময়নামতি আঞ্চলের আন্তঃ কলেজ এ্যাথলেটিকস উদ্বোধন অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি,এএসসি।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়াত মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র সহ বিভিন্ন কলেজ থেকে আগত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই হলে আগামি বাংলাদেশের ভবিষৎ।তাই তোমরা এখন থেকেই আগামীর সমৃদ্ধ ও শান্তির রাষ্ট্র তৈরিতে নিজেকে গড়ে তুলতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি,এএসসি । এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ। একই দিন বিকেলে ২য় পুরষ্কার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড উপ-সচিব মোহাম্মদ সাফায়েত মিয়াসহ কুমিল্লা শিক্ষাবোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায়হভ কুমিল্লা জেলার ২০টি কলেজের ২৭৯জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। সংবাদ প্রকাশঃ =১৮-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com