সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকায় অবস্থিত জাহিন স্পিনিং মিল লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। এতে প্রায় ১৫-১৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের মালিকানাধীন এই স্পিনিং মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
আগুনে স্পিনিং মিলের তুলা ও সুতার দুটি গোডাউন সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মিলের উত্তর পাশে থাকা সুতা তৈরির মেশিনও পুড়ে গেছে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা যৌথ প্রচেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, আড়াইহাজার, কাঞ্চন ও মাধবদী ফায়ার স্টেশনের ছয়টি ইউনিটের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সেনাবাহিনীর একটি টিমও উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
স্পিনিং মিলের মালিক মাহমুদুর রহমান সুমনের মতে, তুলা ও সুতার গোডাউন এবং যন্ত্রপাতির ক্ষতি মিলিয়ে আনুমানিক ১৫-১৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে হিসাব করলে ক্ষতি আরো বাড়বে।
খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডে কারণ এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ঘটনা নিছক দূর্ঘটনা না কি নাশকতা। তা তদন্ত করা হবে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে। সংবাদ প্রকাশঃ =১৮-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
আড়াইহাজারে বিএনপি নেতার স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকান্ড : ১৬ কোটি টাকার ক্ষতি
আরো সংবাদ পড়ুন