সিটিভি নিউজ।। গাজী জাহাঙ্গীর আলম জাবির, বুড়িচং, কুমিল্লা।।============= কুমিল্লার বুড়িচংয়ে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা পড়তে শুরু হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি অঞ্চলের গরিব ও অসহায় মানুষ শীতের কাপড়ের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। এলাকায় দেখা দিয়েছে জ্বর-সর্দিসহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা পড়তে শুরু হয়েছে। গত বুধবার শীত ও কুয়াশা বৃদ্ধি পাওয়ায় দিনভর সূর্যের আলোর দেখা মেলেনি। হেডলাইট জ্বালিয়ে সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় সড়কে দুর্ঘটনার আশঙ্কায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এমন আশঙ্কায় সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনের নির্দেশে পুলিশ সদস্যরা সড়কে দায়িত্ব পালন করছেন। এদিকে শিশুসহ অনেকের মধ্যে জ্বর, সর্দি, হাঁপানিসহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে সংশ্লিষ্ট হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে রোগী আসছে বলে জানা গেছে। ঘন কুয়াশায় উপজেলার বিভিন্ন স্থানে ধানের বীজতলাও নষ্ট হচ্ছে। এ হাড়কাঁপানো শীতে কৃষক মাঠে নামতে পারছেন না। গ্রামঞ্চলের লোকজন খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণ করছেন। স্থানীয় হাটবাজারে শীতবস্ত্র ও পুরোনো গরম কাপড় কেনার হিড়িক পড়েছে। দাম বেশি থাকায় দিনমজুর ও অসহায় পরিবারের লোকজন শীতবস্ত্র কিনতে না পেরে অসহায় বোধ করছেন। বিশেষ করে পাহাড়ীঞ্চলের দিনমজুর পরিবারগুলো এখন শীতে কাহিল। সন্ধ্যার পরই জেলা-উপজেলা শহরগুলোয় জনসমাগম কমে যায়। পাহাড়িঞ্চলসহ দুর্গম অঞ্চলে শীতের প্রভাব বেশি। সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অন্যান্য বছরের তুলনায় এবার শীতবস্ত্র/কম্বল বিতরণ এখনো তেমন শুরু হয়নি। যাও হচ্ছে চাহিদার তুলনায় অপ্রতুল। শীতবস্ত্র বিতরণ মানুষের কষ্ট লাঘবে আরো জোরাল ভূমিকা রাখার আহ্বান সচেতন মহলের।
বুড়িচং উপজেলা নিবার্হী অফিসার সাহিদা আক্তার জানান, সরকারি ভাবে প্রতি বছর শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এবার এখনো সরকারি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে পাঠানো কম্বল আসেনি। আমরা যোগাযোগ করছি।আশা করি কিছু দিনের মধ্যে চলে আসবে। এলে দ্রুত সময়ের মধ্যে শীতার্ত অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেব, ইনশাআল্লাহ। সংবাদ প্রকাশঃ =১৫-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=