সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোর্টার, নাঙ্গলকোট================
কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) স্বতন্ত্র সংসদীয় আসন পূনর্বহালের লক্ষে গঠিত সংগ্রাম পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পৌরসদরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগ্রাম পরিষদের এ কমিটি ঘোষণা করা হয়। পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগ্রাম পরিষদের কমিটি ঘোষণা করেন, বিএনপি নেতা গোলাম রসুল চেয়ারম্যান ও অধ্যাপক মাহবুবুল হক মজুমদার।
এসময় বক্তব্য রখেন, অধ্যক্ষ সালাউদ্দিন স্বপন, বিএনপি নেতা সহিদ উল্লাহ কাশেম, মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, কাজী শাহ আলন, স্বেচ্ছাসেবক দল নেতা অধ্যাপক খোরশেদ আলম, পৌরসভা বিএনপি নেতা ডাঃ বাহার, যুবদল নেতা মনিরুল ইসলাম, ছাত্রদলনেতা সেলিম জাহাঙ্গীর মন্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক ইউছুফ আলী, ই¯্রাাফিল খাঁন, বিএনপি নেতা আবদুল মন্নান, পৌরসভা ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল আলী, ছাত্রদল নেতা মাসুদ আলম প্রমুখ।
এসময় কুমিল্লা-১১ (নাঙ্গলকোট) সতন্ত্র সংসদীয় আসন পূনর্বহালের সংগ্রাম পরিষদের কমিটিতে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা, সাবেক সচিব আবু তালেব, আতাউর রহমান, ফজলে ওয়াহিদ খন্দকার, অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ মোশারফ হোসেন, এডভোকেট হামিদুল হামিদুল হক ভূঁইয়া, এডভোকেট আহসান উল্ল্যা খন্দকার, এডভোকেট শামসুল আলম মজুমদার, অধ্যক্ষ নুরুর রহমান খাঁন, সামছুদ্দিন দিদার, ডাঃ জাহাঙ্গীর আলম মজুমদার, ড. দেলোয়ার হোসেনসহ ৭১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যানকে আহবায়ক এবং একেএম সায়েম মজুমদার শিপুকে সদস্য সচিব করে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
জানা যায়, ১৯৮৬ ও ১৯৮৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা নিয়ে কুমিল্লা-১১ (২৫৮) নাঙ্গলকোট নামে স্বতন্ত্র সংসদীয় আসন ছিল। কিন্তু ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত¡াবধায়ক সরকার নাঙ্গলকোটকে স্বতন্ত্র সংসদীয় আসন নাঙ্গলকোটের সাথে সদর দক্ষিণ উপজেলার ৬টি ইউনিয়ন সংযোগ করেন। পরবর্তীতে নাঙ্গলকোটের সাথে সদর দক্ষিণ সারা উপজেলা এবং পাশ^বর্তী লালমাই উপজেলাকে সংযুক্ত করে প্রায় ৯০কিলোমিটার দীর্ঘ দেশের সর্ববৃহৎ কুমিল্লা-১০ সংসদীয় আসন ঘোষণা করে। এতে করে বিশাল সংসদীয় আসন হওয়ায় নাঙ্গলকোটবাসী প্রশাসনিক অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত রয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগামীতে নাঙ্গলকোটকে নিয়ে স্বতন্ত্র সংসদীয় আসন পূনর্বহালে আমরা শান্তিপূর্ণ কর্মসূচী পালন করব। শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে অন্তবর্তী সরকার আমাদের দাবি না মানলে উপজেলাবাসী কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবে। সংবাদ প্রকাশঃ =১৫-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=