সিটিভি নিউজ।। নোয়াখালী প্রতিনিধি ==============
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি নোয়াখালীর কোম্পানীগঞ্জ শাখার নির্বাচনের-২০২৪ প্রধান নির্বাচন কমিশনার মো.নুর উদ্দিন।
এতে সভাপতি পদে দক্ষিণ পশ্চিম চরফকিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একরামুল হক ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরহাজারী জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম পেয়েছেন ৯৪ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে রামদী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফয়েজ আহমেদ ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দক্ষিণ পূর্ব চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আনোয়ার সাদাত পেয়েছেন ৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরেজ্জমান পেয়েছেন ১৪৪ ভোট।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ আব্দুল্লাহ ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার মজুমদার পেয়েছেন ১৬৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাশেম ২০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চরকাঁকড়া ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহেদ মাহমুদ পেয়েছেন ১৯৭ ভোট। কোষাধ্যক্ষ পদে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ৩১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা আক্তার পেয়েছেন ৯০ ভোট। দপ্তর সম্পাদক পদে বসুরহাট এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ২৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী চৌধুরীহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সাত্তার পেয়েছেন ১৭০ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার ও উত্তর পূর্ব রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুর উদ্দিন জানান, গত বৃহস্পতিবার ১২ ডিসেম্বর উপজেলার বসুরহাট মাকসুদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৪৯৬ জন ভোটারের মধ্যে ৪১৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। অপর ৪৪টি পদে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্মেলনের মাধ্যমে নির্বাচিতদের কমিটিতে যুক্ত হবেন। সংবাদ প্রকাশঃ =১৫-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=