Thursday, January 23, 2025
spot_img
More

    কুমিল্লার মশিউর আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত

    সিটিভি নিউজ।। শামছুল আলম রাজন সংবাদদাতা জানান =====
    আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে কুমিল্লার মশিউর রহমান মজুমদার। মশিউর রহমান মজুমদারের জন্ম কুমিল্লা জেলার সদর দক্ষিণের শানিচোঁ গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে নিউইয়র্কে বসবাস করছেন। নিউইয়র্কের বাঙ্গালী কমিউনিটিতে তিনি একজন সাংবাদিক, চিকিৎসক ও কমিউনিটি সংগঠক হিসেবে বেশ পরিচিত।

    জানা গেছে, আগামী দুই বছরের (২০২৫-২৬) জন্য আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন শওকত ওসমান রচি এবং সাধারণ সম্পাদক হয়েছেন মশিউর রহমান মজুমদার। জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় কন্ঠভোটে তারা নির্বাচিত হন। শওকত ওসমান রচি বাংলা খবর ডট নিউজের সম্পাদক এবং মশিউর রহমান মজুমদার খবর ডটকমের সম্পদক।

    এছাড়া ৯ সদস্যের নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে আছেন- সহ-সভাপতি মন্জুরুল হক (সপ্তাহিক প্রথম আলোর নির্বাহী সম্পাদক), যুগ্ন-সাঃ সম্পাদক আবু বকর সিদ্দিক (সাপ্তাহিক আজকাল), কোষাধ্যক্ষ মল্লিকা খাঁন মুনা (মাই টিভি), কার্যকারী সদস্য দর্পণ কবীর (সম্পাদক, দেশকন্ঠ), মোহাম্মদ সাঈদ (সম্পাদক, সাপ্তাহিক প্রবাস), তোফাজ্জল লিটন (প্রতিনিধি, দৈনিক প্রথম আলো) ও শামীম আহমেদ (টিবিএন২৪)।

    ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় পেশাজিবী সাংবাদিকদের এ সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’। প্রেসক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনজুরুল হক। এই সাধারণ সভায় বিভিন্ন মিডিয়াতে কর্মরত ১৬ জনকে প্রেসক্লাবের নতুন সদস্য পদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত নতুন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

    সভার শুরুতে ক্লাবের প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের আত্মারর মাগফেরাত কামনা, বেলাল আহমেদসহ অসুস্থ সদস্যদের জন্যে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেছেন ক্লাবের সিনিয়র সদস্য সৈয়দ ওয়ালিউল আলম। সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করা হয়। সদস্যরা প্রতিবেদন দুটি অনুমোদন করেন।

    এছাড়াও প্রেসক্লাবকে শক্তিশালী করার লক্ষে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দর্পণ কবীর, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান মজুমদার, মল্লিকা খান মুনা, সৈয়দ ওয়ালীউল আলম, পাপিয়া বেগম, এনামুল হক এনাম, শফিকুল ইসলাম সাবু, তাপস কুমার সাহা, সীমা সুস্মিতা, মোঃ আজিজুল হক, মোঃ আরিফুর রহমান, মোঃ মাহে আলম জেমস, এনাম চৌধুরী, দীপক কুমার আচার্য, খোরশেদ আলম রিংকু , উত্তম কুমার সাহা, শামীম আহমেদ, কামরুল হাসান প্রমুখ। সবশেষে বর্তমান সভাপতি মোহাম্মদ সাঈদ উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ এবং নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সাধারণ সভার সমাপ্তি ঘোষনা করেন। সংবাদ প্রকাশঃ =১৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments