সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান===
নওগাঁর পোরশায় ঘন কুয়াশায় বাস উল্টে নুরবানু (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন এ ঘটনায় অন্তত ১০ জন বাসের যাত্রী আহত হয়েছে। নিহত ওই নারী উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
জানা গেছে, বুধবার (১১ ডিসেম্বর)সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেট্রো-ব-১১-৩৬৩০ নং এর মহন্তো নামের একটি যাত্রীবাহী বাস নিতপুর থেকে নওগাঁ যাওয়ার পথে পোরশা-মহাদেবপুর সড়কের শিশা বড় ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান নুরবানু।
এসময় বাসে থাকা যাত্রীদের মধ্যে আমদা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে গোলাম রহমান (৬৫), মৃত শামসুদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৬০) ও তার মেয়ে মাহফুজা বেগম (৩৫) এবং নিতপুর পুরাতন দিয়াড়াপাড়া গ্রামের ওয়াসেব আলীর মেয়ে কলেজ ছাত্রী মনিরা খাতুন (২১)সহ অন্তত ১০জন বাসের যাত্রী আহত হন।
খবর পেয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দায়িত্বরতরা। এ সংবাদ লেখা পর্যন্ত লাশ ও উল্টে যাওয়া বাস ঘটনাস্থলেই ছিল। সংবাদ প্রকাশঃ =১৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=