Monday, December 30, 2024
spot_img
More

    টেকনাফ হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে ইয়াবা ও সিএনজিসহ আটক -১

    সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==================
    কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ৯,৮৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

    আটককৃত হলেন মরিচ্যাবাজারের হালুকিয়া এলাকার শাহাব উদ্দীন (৩০) পিতা-আবুল খাইর।

    তিনি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে মরিচাগামী একটি সিএনজি চালিত (অটোরিকশা) চেকপোস্টে আসলে তল্লাশির জন্য থামানো হয়। এরপর বিজিবি সদস্য সিএনজিটি তল্লাশি করে। এসময় চালকের আচরণ সন্দেহজনক হয়।
    সন্দেহভাজন সিএনজি মিলে যাওয়ায় চালককে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়।

    পরবর্তীতে উক্ত চালকের স্বীকারোক্তিতে সিএনজি’র সামনের গ্লাসের উপরে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৯,৮৩০ (নয় হাজার আটশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া অবৈধভাবে মাদকদ্রব্য বহনের দায়ে উক্ত সিএনজিও আটক করা হয়।

    তিনি আরো জানান, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ =১৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments