সিটিভি নিউজ।। প্রদীপ কুমার সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “দুর্নীতির বিরুদ্ধে একতা,গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস/২৪” কর্মসূচী উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় সোমবার (৯ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরল হক মাষ্টারের সভাপতিত্বে সাপাহার জিরো পয়েন্টে মানববন্ধন শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন; বিশেষ অতিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর; উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধির চৌধুরী, সদস্য ইসমাইল হোসেন, ডা: মোজাফ্ফর হোসেন, প্রদীপ সাহা, উপজেলা জামায়েতের আমির আবুল খায়ের তরুন,বণিক সমিতির সভাপতি মতিউর রহমান,শিক্ষার্থী স্মৃতি দেবনাথ, ছাত্র সমন্বয়কের প্রতিনিধি রুহুল আমিন সহ আরো অনেকে। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সংগঠনের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল খালেক মিয়া।
উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সততা সংঘ’র উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ =১০-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=