সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক।।
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। “সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায় বিচার” এ প্রতিপাদকে বাস্তবায়নের লক্ষে সারা দেশে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির উদ্যোগে র্যালী ও দিবসটি তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করেছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে কুমিল্লা টাউন হল মাঠ থেকে হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর কান্দিরপাড় এলাকায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়ে।
পরে সংগঠনে সভাপতি মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম এর সঞ্চালনায় টাউন হল মুক্তিযুদ্ধ কর্ণারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নূরুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস সংগঠনের চেয়ারম্যান মোঃ এনামুল হক ভুইয়া, কুমিল্লা আইনজীবী সমিতির ট্রেজারার ও সংগঠনের উপদেষ্টা এড, মফিজুল ইসলাম, উপদেষ্টা ওবায়দুল ইসলাম বাবর, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাশেম।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিলন, উপদেষ্টা ইউসুফ ও দুলাল, কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির সহ সভাপতি রোটারিয়ান কাজী জাকির হোসেন, সেন্ট্রাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন রানা, সিনিয়র সাংবাদিক ওমর ফারুকী তাপস, কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির সহ সভাপতি হারুনুর রশিদ বাবুল, হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমূখ।
এছাড়া চৌদ্দগ্রাম, চান্দিনা উপজেলা কমিটির সদস্য, কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির সদস্য সহ গণ্যমান ব্যক্তিবর্গ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ১৯৪৮ সালে সর্বপ্রথম জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর তারিখে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, জন্মস্থান, শিক্ষাগত যোগ্যতা ও অর্থনৈতিক অবস্থা ভেদাভেদ না করে গেটা বিশ্ব মানবতার কল্যানের কথা চিন্তা করে ঐদিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের ১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে অন্যান্য মানবাধিকার সংগঠনে পাশাপাশি হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির এ আয়োজন কে সকলে সাধুবাদ জানান। তারা এ সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং সকলের জাতীয় ঐক্যমতের মাধ্যমে আগামীর একটি সুখী ও কল্যানময় গনতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ =১০-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
কুমিল্লায় হিউম্যান রাইটস কুমিল্লা জেলা দক্ষিণ কমিটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
আরো সংবাদ পড়ুন