Wednesday, January 22, 2025
spot_img
More

    কালীগঞ্জে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

    সিটিভি নিউজ।। মানিক ঘোষ,নিজস্ব প্রতিবেদক:================
    ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম সহিদের সাথে কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় অত্যন্ত আন্তরিক পরিবেশে সাংবাদিকরা কালীগঞ্জের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি জামির হোসেন, সাধারণ সম্পাদক ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হাবিব ওসমান, উপদেষ্টা সদস্য ও দৈনিক উচ্চ কন্ঠ পত্রিকার আনোয়ারুল ইসলাম রবি, গাজী টিভির ওলিয়ার রহমান, সহ-সভপতি ও দৈনিক আমাদের সময় দৈনিক পূর্বঞ্চল পএিকার প্রতিনিধি মানিক ঘোষ, সহ-সাধারণ সম্পাদক ও খোলা কাগজের কামরুজ্জামান তোতা ও থানার নবগত ওসি (তদন্ত) মোফাজ্জেল হক।

    সাংবাদিকরা থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষাসহ জন সাধারণের সকল প্রকার আইনি সহয়তায় নবাগত ওসির যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবান জানান। এসবের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল, কালীগঞ্জ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ দমনের পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানে আগে যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল বর্তমানে সেগুলো অকেজো হয়ে গিয়াছে সেগুলো মেরামত করে পুনরায় স্থাপন করা এবং কালীগঞ্জ মেইন বাসষ্ট্যান্ড থেকে বাজার রোডের সকল সড়কের যানজট নিরসনের সহযোগিতা কামনা করেন।

    এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজকালের খবরের আরিফ মোল্লা, সহ-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান, নির্বাহী সদস্য ও যায়যায় দিন পত্রিকার তারেক মাহমুদ, উপদেষ্ঠা সদস্য দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির রফিকুল ইসলাম মন্টু, সহ-সাংগঠনিক ও ভোরের কাগজের বেলাল হোসেন বিজয়, অবজারভার পত্রিকার মতিউর রহমান, গণমুক্তি পত্রিকার নজরুল ইসলাম, ভোরের পাতার সাইদুর রহমান, মানব কন্ঠের শাহাজান আলী বিপাশ, দৈনিক সান এর সম্পাদক ইমদাদুল ইসলাম ইনতা, মুক্তির লড়াই পত্রিকার শাহিনুর রহমান পিন্টু, দৈনিক নবচিত্র ও গণ তদন্ত পত্রিকার মাসুদ রানা, দৈনক কল্যানের শামসুল করিম ইমন, সত্য পাঠের আব্বাস উদ্দিনহ থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এবং পারিবারিক ও বিভিন্ন সমস্যার কারনে কয়েকজন সাংবাদিক সভায় উপস্থিত থাকতে পারেননি।

    নবাগত ওসি সহিদুল ইসলাম কালীগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি এ থানায় যোগদানের পর থেকে থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই, জানযট নিরসন ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। সভাশেষে নবাগত ওসি উপস্থিত সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ =১০-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments