Thursday, January 23, 2025
spot_img
More

    দেবীদ্বারে নির্জন ‘দোয়াইর জলা’ থেকে দুই যুবকের লাশ উদ্ধার দেবীদ্বার

    সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/===============
    কুমিল্লার দেবীদ্বারে ‘দোয়াইর জলা’র নির্জন এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রোববার (৮ ডিসেম্বর) সকালে দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের জাফরগঞ্জ গ্রামের ডিআইজি শাহ আলমের বাড়ির পশ্চিম-দক্ষিণ দিকের দোয়াইর জলার নির্জন জায়গা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
    নিহতরা হলেন, উপজেলার জাফরগঞ্জ গ্রামের আলী মেম্বারের বাড়ির মৃত: দুলু মিয়ার পুত্র মনির হোসেন(৩০) খাগড়াছড়ির রামঘর এলাকার সুকেন্দ্রাইপাড়ার রুহুল আমিনের পুত্র মোহন মিয়া(২৮)। পেশায় ওরা দু’জন ডিস ক্যাবল লাইনের কর্মচারি ছিলেন।
    নিহতের স্ত্রী রেশমা জানান, তার স্বামী গতকাল দুপুরের খাবার খেয়ে বের হয়ে গেলেও আর ফিরে আসেনি। সন্ধ্যার পর বাজার করে লোক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তাদের সংসারে ইব্রাহীম নামে সাড়ে ৩ বছরের এক পুত্র সন্তান এবং মনিরা নামে ১ বছরের একটি কণ্যা সন্তার রয়েছে। তার শ^শুর- শ^াশুরী, দেবর- ভাসুর কেউ নেই। ৩ ননদ আছেন, ওদের বিয়ে হয়েগেছে। ২ শিশু সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্ববিগ্ন। স্বামী হারানোর শোকে বার বার মুরছা যাচ্ছেন।
    স্থানীয়রা জানান, নিহতরা জাফরগঞ্জ বাজারে ডিস ব্যবসায়ি বদিউল আলম এর দোকানের কর্মচারী। রোববার ভোরে আবু কাউছার নামে এক যুবক গরুর জন্য ঘাস কাটতে যেয়ে নিহত মনিরের বাড়ির প্রায় পাঁচশত গজ দূরে দোয়াইর জলার (বিল) খালেরপাড় নির্জন জমিতে ওই মৃত: ব্যক্তিদের দেখতে পান।
    সংবাদ পেয়ে দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ও দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার আহমেদ মল্লিক ও অঞ্জন কুমার নাহার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
    জাফরগঞ্জ গ্রামের মৃতঃ তফাজ্জল হোসেন মেম্বারের পুত্র ডিস ব্যবসায়ি বদিউল আলম(৩৬) জানান, নিহত দু’জনসহ তার দোকানে ১২ জন কর্মচারি ছিল। গতকাল (শনিবার) রাত ৮টায় দোকান থেকে মনির হোসেন মোহনকে ডেকে নিয়ে যায়।
    মোহনের পিতা মো. রুহুল আমিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, গত (শনিবার) রাত ১১টায় তার ছেলের সাথে শেষ কথা হয়, শোকার্ত পিতার কান্নার কারনে কি কথা হয়, তা জানার সুযোগ হয়নি।
    স্থানীয় একাধিক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে জানান, জাফরগঞ্জ এলাকা আন্তজেলা মাদক বিক্রয় ও সেবনের অন্যতম স্পট। নিহতরা মাদক নেশার সাথে জড়িত ছিল। ঘটনাস্থলে খরকুটা বিছিয়ে সেখানে মাদক সেবন করেছিল। মাদক সেবনেরর কিছু আলামত ইঞ্জেকশনের সিরিঞ্জ, পানিয় বোতল পাওয়া গেছে। নিহতদের সাথে আরো মাদক সেবক থাকারও সন্দেহ পোষণ করেন তারা। কারন, এতো নির্জণ জায়গায় কয়েকজন একত্রে না থাকলে দু’জন সাহস করার কথা নয়।
    এব্যপারে দেবীদ্বার-ব্রাক্ষণপাড়া সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন জানান, দুই যুবকের মৃত্যুর ঘটনা রহস্যজনক। মাদক সেবনে নিহত নাকি কেউ হত্যা করে এখানে ফেলে গেছে তা তদন্তস্বাপেক্ষে এবং ময়না তদন্তের পরেই বলা যাবে। তবে ছোরতহাল রিপোর্টে নিহতদের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
    এবিএম আতিকুর রহমান বাশার, ০১৮১৯৮৪৪১৮২, ০৮/১২/২০২৪ইং।
    ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ‘দোয়াইর জলা’র নির্জন এলাকা থেকে মনির ও মোহন নামে দুই যুবকের লাশ উদ্ধার। স্বজনদের আহাজানী এবং উপস্থিত লোকজনের ছবি। সংবাদ প্রকাশঃ =০৮-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments