Friday, January 24, 2025
spot_img
More

    একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে : শিক্ষা উপদেষ্টা

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপূর্ণ রূপান্তর করার চেষ্টা করছে। ছাত্রজনতার এই অভ্যুত্থান সফল হবে-যদি আমরা গণতান্ত্রিক দেশে রুপান্তরিত করতে পারি। আমাদের শিক্ষা ও শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে অবমুল্যায়ন করা হয়েছে। আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধঃপতিত করেছে।
    শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাঁকজমক আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহম্মেদ, উপচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, সমাবর্তন মার্শাল, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মামুন মোল্লা, জনসংযোগের পরিচালক সৈয়দ মানসুর হাশিম, জনসংযোগ সহকারী কর্মকর্তা রোকসানা আফরোজ প্রমুখ।
    শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সমস্ত প্রতিক‚লতা অতিক্রম করে আপনারা দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দৃঢতায় দেশ গঠনে অগ্রণী ভ‚মিকা রাখবে। আগামী প্রজন্মকে আশা, সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের।
    সকলের অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি আরো বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এই ডিগ্রি নিয়ে আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউর) মিশনের মশাল বহনকারী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি।
    নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে দুজন চ্যান্সেলর এবং আটজন ভাইস চ্যান্সেলরসহ ২০জন কৃতি শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। সংবাদ প্রকাশঃ =০৮-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments