সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============= কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার দুই যুবককে উদ্ধার করেছে থানা পুলিশ।
এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার দুজন জানান, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে তাদের বন্দিশালায় আটকে রাখা হয়েছিল।
উদ্ধার দুজন হলেন কক্সবাজার পৌরসভার পাহাড়তলির বৌ বাজার এলাকার মো. হাশিমের ছেলে রহমত উল্লাহ ও ওই এলাকায় বসবাসরত বগুড়া জেলার বাসিন্দা আকাশ (২০)।
আটক দুই অপহরণকারী হলো কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকার আব্বাস উদ্দিনের ছেলে জসিম উদ্দিন ও সালেহ আহমদের ছেলে মো. হাসান। কক্সবাজার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার শাপলা চত্বর এলাকায় মানব পাচারের উদ্দেশ্যে দুজনকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে, এমন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।
এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দুই দিন আগে কক্সবাজার শহরের পাহাড়তলি এলাকা থেকে মিশুক গাড়ির ড্রাইভার মো. আকাশ ও হেলপার রহমত উল্লাহ নামের দুইজনকে আসামিরা সাবরাং নয়াপাড়ায় একটি বন্দিশালায় আটক রেখে মালয়েশিয়ায় পাচার করতে চেয়েছিল।
এসপি জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত আছে। আটক দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সংবাদ প্রকাশঃ =০৭-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=