ইসকন নিষিদ্ধের দাবিতে মুরাদনগর উপজেলা কওমি তরুন ওলামা পরিষদের মানববন্ধন।
সিটিভি নিউজ।। মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা ঃ
জাতীয় পতাকা অবমাননা, মসজিদ ভাঙচুর, চট্রগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিকে হত্যার বিচার ও হিন্দু সংগঠন ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে কুমিল্লার মুরাদনগর উপজেলা কওমি তরুন ওলামা পরিষদ।
শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের ইসলামি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসলামি চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এ ঘটনাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।
বক্তারা আরও বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রæত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব। মানববন্ধন থেকে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে দ্রæত নিষিদ্ধ ও বাংলাদেশে ইসকনের সব কার্যক্রম নিষিদ্ধ করারও দাবি করেন বক্তারা।
মনববন্ধনের বক্তব্য রাখেন, মুফতি সাদেকুল ইসলাম, মুফতি বোরহান উদ্দিন, মাওঃ মাহমুদুল হাছান, মাওঃ আব্দুর রহমান, মাওঃ ইকবাল মাহমুদ, মাওঃ তারেক মাহমুদ, মাওঃ নাঈম সরকার, মাওঃ দিদার এলাহি, মাওঃ আবু মুছা প্রমুখ। সংবাদ প্রকাশঃ =০৬-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=