সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ==== ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, সাসটেইনেবিলিটি এবং ফ্যাশন সাপ্লাই চেইনে ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনওকে অনুষ্ঠিত হয়েছে । আইএসইউ টেক্সটাইল ক্লাবের এ আয়োজনে বৃহষ্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মার্কস এন্ড স্পেনসারের এরিয়া বিজনেস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং আলিগঞ্জ ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাউসার আলম শিকদার ।
উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরী হলে দেশের কর্মক্ষেত্রে বিদেশিদের উপর নির্ভরশীলতা কমবে। আন্তর্জাতিকমানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরিতে আইএসইউ বদ্ধপরিকর।
আইএসইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী । এছাড়াও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ =০৬-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=