সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============কক্সবাজার রামুতে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুল আলম চৌধুরীকে (৭৩)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় তাঁকে রামু রাজারকুল আজিজুল উলূম মাদ্রাসা মাঠে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয় এবং উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন। এসময় রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় একইস্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এতে জানাযার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, মাওলানা জসিম উদ্দিন , মরহুমের বড় ছেলে ওয়াহিদুল আলম টিটু প্রমুখ।
জানাযায় ইমামতি করেন
রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার পরিচালক মাওলানা মোহাম্মদ মোহছেন শরীফ।
জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদ আহমদ, ফরুক আহমদ, মরহুমের জামাতা শেখ জুনাঈদ বিপ্লব, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি খালেদ হোসেন টাপুসহ জনপ্রতিনিধি, এলাকার মুসল্লী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ ধর্ম-প্রাণ মুসল্লীরা।
উল্লেখ যে বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৮টায় ঢাকার একটি চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন । তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি দীর্ঘ বছর ধরে ইউনিয়ন পরিষদের সচিবের দায়িত্ব পালন করেন। সংবাদ প্রকাশঃ =০৫-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=