সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===
দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুকেছে বরেন্দ্রঞ্চলের চাষীরা। স্বল্প খরচে মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন এই অঞ্চলে চাষীরা। এক সময় মিষ্টি কুমড়া ১০ টাকা কেজি পাওয়া যেত। এখন সেই মিষ্টি কুমড়া ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে অসংখ্য চাষিরা এই চাষে ঝুঁকে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি ভরিপ-১/২০২৩-২০২৪ এর আওতায় জেলায় মোট ৪৪০ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। এর মধ্যে কেবল নওগাঁ সদর উপজেলার এ এলাকায় চাষ হয়েছে ১২৫ হেক্টর জমিতে। ফেব্রুয়ারি/মার্চ মাসে জমিতে মিষ্টি কুমড়ার চারা রোপণ করতে হয়। আর জুলাই মাস থেকে ফসল বাজারজাত করণ শুরু হয়। মিষ্টি কুমড়া একটি লাভজনক ফসল। জাংলা তৈরি, কুমড়ার জমি প্রস্তুত, পরিচর্যা, সার কীটনাশক ইত্যাদি বাবদ প্রতি বিঘা জমিতে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা। আর এক বিঘা জমি থেকে কমপক্ষে ২ হাজার কেজি কুমড়া উৎপাদিত হয়ে থাকে। বর্তমান বাজারপ্রতি কেজি ৪০ টাকা হিসেবে ২ হাজার কেজি মিষ্টি কুমড়ার বিক্রি মূল্য ৮০ হাজার টাকা। ফলে এক বিঘা জমি থেকে সমুদয় খরচ বাদ দিয়ে কৃষকরা প্রায় ৬০ থেকে ৪০ হাজার টাকা লাভ করতে পারেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, খরিপ-১-এর আওতাভুক্ত এটি একটি উপাদেয় সবজি। এটি ভিটামিন, প্রোটিন ও আয়রন সমৃদ্ধ একটি সবজি। মানুষের শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এ ফসল মোটামুটি লাভজনক হওয়ায় কৃষি বিভাগ কৃষকদের মিষ্টি কুমড়া চাষ করতে উৎসাহিত করে। সংবাদ প্রকাশঃ =০৫-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া চাষে ঝুকেছে বরেন্দ্রঞ্চলের চাষীরা
আরো সংবাদ পড়ুন