Wednesday, January 8, 2025
spot_img
More

    বরেন্দ্রঞ্চলে কারেন্ট পোকায় জামাই সোহাগা আতপ ধান নিয়ে দুশ্চিন্তায় চাষীরা

    সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : নওগা জেলা সংবাদদাতা জানান ==== বরেন্দ্রঞ্চলে কারেন্ট পোকায় জামাই সোহাগা আতপ ধান নিয়ে দুশ্চিন্তায় রয়েছে চাষীরা।
    ব্যাপক হারে ব্লাস্ট রোগ, কারেন্ট পোকার আক্রমণে প্রায় ৭৬ হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। চলতি মৌসুমে হঠাৎ করেই এসব সমস্যার মুখে পড়েন স্থানীয় কৃষক। এতে জমির পাকা ও আধা পাকা ধান নষ্ট হয়ে যাওয়ায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। কৃষকদের অভিযোগ, যথাসময়ে সঠিক কৃষি পরামর্শ না পাওয়া ও বালাই ব্যবস্থাপনার অভাবে তারা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। যদিও আক্রান্ত জমির সঠিক কোনো পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ।
    জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি আমন মৌসুমে জেলায় ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে আবাদ হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৩০০ হেক্টরে। এর মধ্যে সদর উপজেলায় ১০ হাজার ৪৫ হেক্টর, রানীনগরে ১৯ হাজার ৫৮৫, আত্রাইয়ে ৬ হাজার ৯৮৫, বদলগাছীতে ১৪ হাজার ৩৫০, মহাদেবপুরে ২৮ হাজার ৯০০, মান্দায় ১৫ হাজার ৭৫০, পত্নীতলায় ২৫ হাজার ৪১০, ধামইরহাটে ২০ হাজার ৪৭০, সাপাহারে ৯ হাজার ৭৯৫, পোরশায় ১৫ হাজার ১০০ ও নিয়ামতপুরে ২৯ হাজার ৯১০ হেক্টর রয়েছে।
    এসব জমি থেকে ৯ লাখ ৩২ হাজার ২১৫ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ বছর স্বর্ণা-৫, বিনা-৭ ও ১৭, জিরাশাইল, চিনি আতপসহ ব্রিধানের কয়েকটি জাতের ধান চাষ করেছেন চাষীরা। এরই মধ্যে প্রায় ১৩ হাজার হেক্টর জমির আগাম জাতের ধান কাটাও শেষ হয়েছে। সংবাদ প্রকাশঃ =০৪-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments