সিটিভি নিউজ।। মাহফুজ আহম্মেদ সংবাদদাতা জানান ====
কুমিল্লার দেবিদ্বার উপজেলা ভানী ইউনিয়নের খাদঘর গ্রামে ফারজানা আলম(১৫) নামে এক শিক্ষার্থীকে অপহরনের পর মুক্তিপণ দাবীর অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় ভিক্টিম শিক্ষার্থীর মা তাসলিমা বেগম বাদী হয়ে সাফিদুল ইসলাম লিমন(২২) নামে একজনকে প্রধান আসামী করে ছয় জনের বিরুদ্ধে কুমিল্লা জেলা বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন৷
মামলার এজাহার সুত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ই নভেম্বর -২০২৪ সকাল ৬টার সময় কুটুমপুর উচ্চ বিদ্যালয়ের ঐ শিক্ষার্থী কোচিং ক্লাস করতে যাওয়ার সময় তাকে অপহরন করা হয়৷ এর আগেও বিভিন্ন সময় স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব ইভটিজিং করতো, স্থানীয় ভাবে বেশ কয়েকবার এ বিষয়ে একই এলাকার সাফিদুল ও তার পরিবারকে সতর্ক করা হয়৷
শিক্ষার্থীর পিতা জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ১৬-১১-২৪ শনিবার সকাল ০৬.০০ ঘটিকার সময় আমার মেয়ে মোছাঃ ফারজানা আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হলে তাকে পূর্ব পরিকল্পিত ভাবে অপহরন করা হয়৷ একই এলাকার লিটন মিয়ার ছেলে সাফিদুল ইসলাম লিমন দীর্ঘদিন যাবত আমার মেয়েকে উত্যক্ত করে আসছিল, আমরা সামাজিক ভাবে এই সব না করার জন্য তাকে এবং তার পরিবার অনুরোধ করেছিলাম । আমার মেয়ে নিখোঁজ হওয়ার পর আমার সাফিদুলের পরিবারের শরণাপন্ন হলে তার মামা মুঠোফোন পাচঁ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে।
মামলার বাদী তাসলিমা বেগম জানান, আমি মামলা করার পর থেকে বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি ধামকী দিয়ে যাচ্ছে৷ অভিযুক্তরা আমার নাবালিকা মেয়েকে যেকোন সময় মেরে ফেলার আশংকা রয়েছে। দেবিদ্বার থানায় এজাহার দায়ের করার পরও অদৃশ্য কারনে মামলা নেওয়া হয়নি৷ আমি আমার মেয়েকে সুস্থ সবল ভাবে ভাবে ফিরে পেতে চাই৷
এ বিষয়ে জানতে অভিযুক্ত সাফিদুল ইসলামের মামার সাথে যোগাযোগ করা হলে,মুক্তিপণের বিষয়টি তিনি অস্বীকার করে, এবং এ বিষয়ে কিছু বলতে তিনি রাজি হননি৷
মামলার তদন্ত কারী সংস্থা কুমিল্লা জেলা পিবিআই এর সাথে যোগাযোগ করলে তদন্ত কারী কর্মকর্তা উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ভিক্টিমকে উদ্ধার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেহেতু বিষয়টি নিয়ে তদন্ত চলছে এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। সংবাদ প্রকাশঃ =০৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=