সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি জানান ================
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপি কৃষি মেলার উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ষষ্ঠি চন্দ্র রায়। কন্দাল ফসলের উন্নয়ন প্রকল্পের আওয়তায় মেলাতে উপজেলার সফল কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের ২০ টি প্রদর্শনী ষ্টল বসে। মেলাটি চলবে আগামী ৫ই ডিসেম্বর পর্যন্ত।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম সভাপতিত্বে অনুষ্টিত এক সভাতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জামির হোসেন, সমন্বয়ক হোসাইন আহমেদ ও কৃষি উদ্যোক্তা টিপু সুলতান। সভাতে কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, কৃষকদের উৎপাদিত পন্য দিয়েই এ কৃষি মেলাটি সাজানো হয়েছে।
কৃষকরা তাদের উৎপাদিত নতুন সবজি বা ফল প্রদর্শন করছে। এ মেলাতে আসা কৃষকরা যেমন নতুন সবজি বা ফল দেখে আকৃষ্ট হবেন, তেমনি একে অপরের সাথে মিলিত হয়ে জানা বোঝার মাধ্যমেই ফসলের উন্নয়ন ঘটাতে পারবেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন। এর আগে কৃষকদের নিয়ে এক বর্নাঢ্য র্যালী ও শেষে অতিথিগন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। সংবাদ প্রকাশঃ =০৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=