Wednesday, December 4, 2024
spot_img
More

    ২০২৪ এর গণ অভ্যূত্থান বিফল হতে দেয়া যাবেনা==জেএসডি সাধারণ সম্পাদক

    সিটিভি নিউজ।। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, গণঅভ্যুত্থানে পুরোনো রাজনৈতিক শক্তির উচ্ছেদ ও নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। ফলে সংবিধানসহ রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক ক্ষেত্রে সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে সকল উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই ইতিবাচক পদক্ষেপ।
    তিনি আরো বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রজাতন্ত্রের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তাকে ১৯৭১ সালের সশস্ত্র মুক্তি সংগ্রামের আকাঙ্ক্ষার সাথে যুক্ত করে যুগান্তকারী রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে। সমাজ এখন রূপান্তরের সন্ধিক্ষণে, এই বাস্তব পরিস্থিতিকে কাজে লাগাতে হবে। তিনি গত ৩ ডিসেম্বর বিকেলে কুমিল্লায় গর্জনখোলায় কুমিল্লা মহানগরের সুশীল সমাজের সাথে সংবিধান সংস্কার ও জেএসডি র প্রস্তাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহীদ উদ্দিন মাহামুদ স্বপন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ৫৪ বছরে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার বিদায় নিয়েছে তবে গণতন্ত্র আসেনি। দেশটা কারো বাপের নয়, নতুন প্রজন্ম জীবন দিয়ে রক্তদিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। ২০২৪ এর গণ অভ্যূত্থান বিফল হতে দেয়া যাবেনা। সকল রাজনৈতিক দলকে ঐক্যমতে পৌছে সংবিধান কে সংস্কার করতে হবে। যাতে আগামী দিনে বাংলাদেশে মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার পায়।
    জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবীর মোহনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জাসদের সাবেক নেতা মহিউদ্দিন আহমেদ, ইষ্টার্ণ মেডিকেল কলেজের এমডি শাহ মোঃ সেলিম,দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক,সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারহানা হক,বিশিষ্ট রাজনীতিবিদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা কমিটির সহসভাপতিমোঃ রফিকুল ইসলাম, কুমিল্লা অজিতগুহু কলেজের সাবেক ভিপি সহিদুল হাসান বাবুল, সাংবাদিক মোতাহের হোসেন মাহবুব,সাংবাদিক ওমর ফারুকী তাপস। সংবাদ প্রকাশঃ =০৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments