Friday, January 10, 2025
spot_img
More

    ডা.আব্দুল করিম তাহফিয়যুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান

    সিটিভি নিউজ।। আক্কাস আল মাহমুদ হৃদয়।। কুমিল্লা প্রতিনিধি।।==============
    কুমিল্লার বুড়িচং উপজেলার সদরের ডাক্তার আব্দুল করিম তাহফিযুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে বার্ষিক ওয়জ মাহফিল ও ইসলামি সংগীত অনুষ্ঠিত হয়েছে।
    (১ডিসেম্বর ২০২৪) রোববার রাতে মাদ্রাসা প্রঙ্গণে উক্ত ওয়াজ মাহফিল ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি মো: শাহ জামাল এর সভাপতিত্বে ও মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী এর পরিচালনায় প্রধান বক্তব্য হিসেবে ওয়াজ করেন ঢাকা গুলশান মধ্যবাড্ডার বাইতুল মামুর জামে মসজিদের খতিব ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুহাম্মদ ইসমাঈল বোখারী কাশিয়ানী। আমন্ত্রিত ওয়ায়েজিনের কেরামদের মধ্যে ওয়াজ করেন ব্রাক্ষণবাড়িয়ার রিয়াজুল জান্নাহ ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম ও তরুণ বক্তা হায়েজ মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল,ঢাকা দক্ষিণ বনশ্রী জামে মসজিদ -৪ এর খতিব ও ধর্মীয় আলোচক ও ইসলামী সংগীত শিল্পী মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস (কলরব),মোকাম মধ্য পাড়া জামে মসজিদ এর খতিব হায়েজ মাওলানা ইব্রাহিম খলিল সাদী।মাহফিল শেষে বিশেষ আকর্ষণ ও ইসলামি সংগীত পরিবেশন করেন কাউছার মাহমুদ ক্বারী ইয়াছিন মাহমুদ বরকতুল্লাহ,আবু সাঈদ,কেরাত পরিবেশনা করেন ক্বারী জোবায়ের বিন জাকির।এবছর অত্র মাদ্রাসার থেকে হাফেজ হয়ে পাগড়ী পড়েন তারা হলেন মো: ইফতেখার মাহমুদ নুর রাহিন , মো: সাফায়েত হোসেন, মো: শরীফ মোল্লা,মো: তাহসিন,মো: তানভীর হাছান ফাহাদ,মো: আবু হোসাইন ইফরান,মো: মুবাশ্বির আব্দুল্লাহ খলীল,মো: তানভীর হোসেন,মো: আবরার তাসনিম মাহি, মো: রহমত উল্লাহ ও
    অত্র মাদরাসার বালিকা শাখা থেকে একজন মেয়ে হাফেজা হয়েছে হাফেজা মোসা: জুমা আক্তার। ডা:আবদুল করিম তাহফিয়যুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আলী বলেন,প্রতিবছর ন্যায় এবছর এই মাদ্রাসা থেকে ১০জন ছাত্র ও একজন ছাত্রী হাফেজ হয়েছেন।১ লা ডিসেম্বর থেকে অত্র মাদরাসার সকল বিভাগে ছাত্র ছাত্রী ভর্তি করা হইবে। সংবাদ প্রকাশঃ =০৩-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments