সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিএনপির তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রায় ৪৫০ মামলা নিষ্পত্তির পথে। একই সঙ্গে আরও অন্তত ৪ শতাধিক মামলা রয়েছে নিষ্পত্তির আবেদনে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতপাড়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের এসব মামলা নিয়ে কাজ করেছেন। আদালতে বিএনপি নেতাকর্মীদের নিয়মিত জামিনের আবেদন ও আইনি লড়াই চালানোয় আওয়ামী লীগ নেতা ও আওয়ামী আইনজীবীদের হাতে লাঞ্চিত ও চক্ষুশূলে পরিণত হয়েছিলেন।
তিনি জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জেলাজুড়ে প্রায় ১৫০টি মামলা করা হয়। এসব মামলার প্রতিটিই ছিল মিথ্যা ও গায়েবি মামলা। এসব মামলা নিষ্পত্তির লক্ষে এফআরটি দেওয়া হচ্ছে। ফলে এসব মামলা নিষ্পত্তি হচ্ছে।
তিনি আরো জানান, ৫ আগস্টের আগে আন্দোলনের সময় ১৯ দিনে সে সময়ের অবৈধ সরকার শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে জেলাজুড়ে ৭৫টি মামলা করে। এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে।
আদালতে নিজেরা আইনজীবীদের মাধ্যমে শুনানি করে ২’শ এর মতো মামলা নিষ্পত্তি করেছেন বলে জানিয়ে তিনি বলেন, ২’শ এর মতো মামলা আমরা শুনানি করে শেষ করেছি। বাকি যেসব মামলার অভিযোগপত্র হয়নি এসব মামলা প্রত্যাহারের জন্য আমরা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেছি। আমিসহ বিভিন্ন থানা থেকে প্রায় ৪’শ এর মতো মামলা নিষ্পত্তির জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। এসব দরখাস্ত একটি কমিটি করে যাচাই বাছাই করে দেখা হবে এগুলো রাজনৈতিক মামলা কিনা। রাজনৈতিক মামলাগুলো পরবর্তীতে নিষ্পত্তি করা হবে।
জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক জানান, এরই মধ্যে এ আবেদনগুলোর পাবলিক প্রসিকিউটরের (পিপি) কাছে দেওয়া হয়েছে। এ সংক্রান্ত সরকার থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। আমি সভাপতি ও এসপি, পিপি আছে কমিটিতে। এখন পর্যন্ত আমরা সুপারিশ করিনি। আবেদন হয়েছে, এগুলো যাচাই বাছাই করে কমিটি সুপারিশ করবে। দ্রæতই কমিটি এ ব্যাপারে সুপারিশ করবে। সংবাদ প্রকাশঃ =০২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ৪৫০ মামলা নিষ্পত্তির হচ্ছে : আরো ৪ শতাধিক নিষ্পত্তির আবেদন
আরো সংবাদ পড়ুন