সিটিভি নিউজ।। “দেশকল্যাণ, দারিদ্র বিমোচন, কর্মপরায়ণ, উদ্ভাবন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর মানস ও মনন” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪ইং ও ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সমূহের আয়োজনে সোমবার প্রত্যয় উন্নয়ন সংস্থার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক জেড, এম, মিজানুর রহমান খান। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য প্রদান করেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোসেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, আলোচনা সভায় সঞ্চালনা করেন হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মো: আবু তাহের রনি। এ সময় উপস্থিত ছিলেন এইড-কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, মানব কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক কে, এম, শামীম উদ্দিন, দারিদ্র বিমোচন সংস্থা (পাস) নির্বাহী পরিচালক মোঃ কামাল হোসেন, পল্লী উন্নয়ন পরিষদ (পউপ) নির্বাহী পরিচালক নাসরিন আক্তার, সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ এমদাদুল হক, ডেভেলপমেন্ট ফর সোসাইটির শাখার ব্যবস্থাপক মোঃ আব্দুল কাদের, সুহৃদ এর কোষাধ্যক্ষ মোঃ হায়াতুন নবী, দেশ ডেভেলমেন্ট এ্যাসোসিয়েশেনের নির্বাহী অফিসার তাহমিনা আক্তার, দৃষ্টি কুমিল্লার প্রজেক্ট অফিসার মো: ইসমাইল হোসেন, মহিলা হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র এর নির্বাহী পরিচালক তানজিনা ইয়াসমিন, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মৌসুমী সুলতানা, দিয়ার নির্বাহী পরিচালক মো: আবুল কাশেম, এল ডি পি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামসহ অন্যান্যৱা। আলোচনা পর্ব শেষে কেক কেটে দিবস পালন করা হয়; কেক কাটা শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ =০২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ও ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আরো সংবাদ পড়ুন