Sunday, January 5, 2025
spot_img
More

    আইএসইউতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

    সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার :সংবাদদাতা জানান ==== ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

    উপাচার্য বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের আগে ও পরে সব আন্দোলন শিক্ষার্থীরাই সফল করেছে। যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আহতদের প্রতি সমবেদনা জানান।

    তিনি আরো বলেন, স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনীতিবিদরা বহুবছর চেষ্টা করেও যা করতে পারেনি, জনগণকে সম্পৃক্ত করে তা সফল করেছে দেশের ছাত্র সমাজ। এ জন্য তাদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতে যেনো কোন ফ্যাসিস্ট বা স্বৈরাচার ক্ষমতার মসনদে বসতে না পারে সেজন্য তিনি শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আন্দোলনের সময় রাজপথে যখন নেমেছিলাম তখন মনে হচ্ছিলো যুদ্ধে এসেছি। জীবন নিয়ে ফিরে আসতে পারবো কখনো ভাবিনি। যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের জায়গা হবে না। আগের প্রজন্মের ব্যর্থতার কারণে রাজনীতির প্রতি এ প্রজন্ম আগ্রহ হারিয়েছিল। আমরা এমন একটা সমাজব্যবস্থা তৈরি করতে চাই, যাতে আগামী প্রজন্ম রাজনীতির প্রতি আগ্রহী হয়। তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে।

    প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. একরামুল হক।এছাড়াও বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপার্সন, শিক্ষক-শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সংবাদ প্রকাশঃ =০২-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments