Thursday, January 9, 2025
spot_img
More

    ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কায়কোবাদের খালাসের সংবাদে মুরাদনগরে মিষ্টি বিতরণ

    সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধিঃ================
    আওয়ামী লীগ সরকারের আমলে ঘোষণা করা ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের খালাস পাওয়ার সংবাদে কুমিল্লার মুরাদনগরে চলছে আনন্দ উল্লাস। গতকাল রবিবার উপজেলার প্রতিটি স্থানে কায়কোবাদ-কায়কোবাদ ধ্বনিতে প্রকম্পিত হয়েছে আকাশ-বাতাস। এদিন সকাল থেকেই উপজেলা বিএনপি অফিসের সামনে জড়ো হতে শুরু করে দলীয় নেতাকর্মীরা। ধামঘর ইউনিয়ন বিএনপির নেতা দুলালের নেতৃত্বে এলাকাজুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ একে অপরকে মিষ্টিমুখ করিয়েছেন।

    কায়কোবাদের কনিষ্ঠ ভাই কাজী শাহ্ আরফিন বলেন, “তারা ষড়যন্ত্র করেছিল, আর আল্লাহও কৌশল করেছিলেন, আর আল্লাহই সেরা কৌশলকারী” (সূরা আলে ইমরান, আয়াত ৫৪)। আমার ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় দেশান্তরিত হয়েছিলেন। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। গত পনেরো বছর ধরে আমাদের পরিবার ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার। এই সময়ে আমার মা, বড় ভাইকে একবার দেখার আশায় অশ্রুপাত করে দিন কাটিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তার সেই আর্তি, সেই হাহাকার বোঝানো সম্ভব নয়।

    তিনি আরও বলেন, আজ যখন আমার ভাই নির্দোষ প্রমাণিত হয়ে মামলার থেকে মুক্তি পেল, তখন আমার মায়ের মতো খুশি আর কেউ হতে পারত না। কিন্তু এই আনন্দ আজ তাকে দেখানোর সুযোগ নেই। গত পনের বছরে এই দেশে এমন অসংখ্য মা তাদের সন্তানকে দেখার আশায় বিদায় নিয়েছেন, আর অসংখ্য সন্তান মায়ের মুখ দেখার অপেক্ষায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই নিষ্ঠুর রাজনৈতিক প্রতিহিংসার চক্র বন্ধ হওয়া জরুরি। এই সংস্কৃতি আমাদের সমাজকে বিভাজিত করছে, মানবতাকে লজ্জিত করছে। পরিবর্তন দরকার।

    বিকালে উপজেলার ২২টি ইউনিয়নের প্রতিটি গ্রাম থেকে বের হয় আনন্দ মিছিল৷ বয়স্ক মুরুব্বিদের আনন্দাশ্রু দেখা গিয়েছে সেই মিছিলে। তার প্রতিষ্ঠা করা কাজী নোমান আহমেদ কলেজে ষড়যন্ত্রমূলক মামলা হতে অব্যাহতি পাওয়ায় করা হয়েছে দোয়া মোনাজাত। সংবাদ প্রকাশঃ =০১-১২-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments