সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ
কুমিল্লার মনোহরগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী এবং সাড়ে ১৭শ কেজি টিসিবির চাল ও ডাল আটক করেছে সেনাবাহিনী সদস্যরা। ২৯ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার হাসনাবাদ বাজার থেকে টিসিবির এসব পণ্য ও ঐদিন দিবাগত রাত সাড়ে ৪টায় মনোহরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে উপজেলার হাসনাবাদ ইউপির মানরা গ্রাম থেকে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী মহিন উদ্দিন (৩৫) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিছ ইয়াবা ও মাদক বিক্রির ২৮ হাজার ৬শ ৫০ টাকা এবং ব্যবসার কাজে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মনোহরগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে হাসনাবাদ বাজারে অবৈধভাবে বিক্রির সময় জুয়েল স্টোর এর সামনে থেকে মনোহরগঞ্জ সেনা ক্যাম্প এর একটি টিম টিসিবির সাড়ে ১৭শ কেজি চাল ও ডাল আটক করে। মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও মাদক আইনে ৫টি মামলা রয়েছে। শনিবার সকালে আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম টিসিবির পণ্যের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন টিসিবির জব্দকৃত এসব পণ্য উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ =৩০-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=