সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের দীর্ঘভূমি গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে পড়েছে অসহায় এক প্রতিবন্ধী পরিবার৷ সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সদর ইউনিয়ন দীর্ঘভূমি এলাকার মৃত আঃ হাকিম এর ছেলে মোঃ সিরাজুল ইসলাম ( শারীরিক প্রতিবন্ধি) এবং তার এক বিধবা বোন তিন শতক জায়গায় বসবাস করে আসছিল পরিবার নিয়ে৷ কিন্তু কিছু দিন আগে পাশের বাড়ির প্রভাবশালী ব্যক্তি সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ডাঃ আব্দুর রশিদ চলাচলের রাস্তায় বাউন্ডারি নির্মান করে৷ তখন বাড়িতে পায়ে হেঁটে যাবার রাস্তাটি পর্যন্ত বন্ধ করে দেয় ওই প্রভাবশালী ব্যাক্তি৷ পায়ে হাঁটার রাস্তাটির পশ্চিম পাশে আজমখান বাড়ি নির্মান করার সময় ২ ফুট রাস্তা রেখেছিল৷ কিন্তু প্রভাবশালী ডাঃ আব্দুর রশিদ ওই পরিবারের পায়ে হেঁটে যাবার জায়গাটুকুও বন্ধ করে দিয়েছে৷ বর্তমানে মোঃ সিরাজুল ইসলামের বিধবা বোনের পরিবার অন্যের বাড়ির ওঠান দিয়ে চলাচল করতে হচ্ছে৷ প্রায় সময় তারা তাদের ওঠান দিয়ে চলাচল না করার জন্য বলে৷ সেজন্য দুইটি পরিবার এখন গৃহবন্দী প্রায়৷ বাউন্ডারি নির্মানের সময় চলাচলের রাস্তার জন্য ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম উপজেলা নির্বাহী অফিস, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অফিস, সদর ইউনিয়ন ভূমি অফিসসহ বিভিন্ন জায়গায় এর প্রতিকার চেয়ে আকুতি জানালেও তখন ডাঃ আব্দুর রশিদ ইউনিয়ন পরিষদ সদস্য থাকায় অসহায় পরিবারের আকুতি কেউ শুনে নি৷ এবিষয়ে ভুক্তভোগী প্রতিবন্ধী মোঃ সিরাজুল ইসলাম জানান, আমি প্রতিবন্ধী মানুষ। আমার বোন বিধবা, আমাদের চলাচলের একটি রাস্তা ছিলো। কিন্তু প্রভাবশালী ডাঃ আব্দুর রশিদ জোরপূর্বক তার জায়গা থাকায় পাশের রাস্তাটি বাউন্ডারি দিয়ে বন্ধ করে দেয় ৷ এতে করে এক অসহায়ভাবে দিনপাতি করতে হচ্ছে। তাই প্রশাসনের কাছে আকুল আবেদন আমাদের চলাচলের রাস্তা যেনো খুলে দেওয়া হয়৷ এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য ডাঃ আব্দুর রশিদ বলেন, আমার জায়গার পশ্চিম পাশের বাউন্ডারি কোন সময় চলাচলের রাস্তা ছিল না এবং আমি চলাচলের রাস্তা বন্ধ করেছি বিষয়টি সত্য নয়৷ সংবাদ প্রকাশঃ =৩০-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=