সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক সংবাদদাতা জানান ====
কুমিল্লা বুড়িচং উপজেলার খাড়াতাইয়া গাজীপুরে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে প্রতিবন্ধীর ঘর নির্মাণে বাঁধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২৩ শে নভেম্বর বেলা সাড়ে ১২ টায় নির্মাণাধীন ভবনের সামনে। এ ঘটনায় প্রতিবন্ধী মো. সুমন মিয়া বাদী হয়ে তারই প্রতিবেশী প্রতিপক্ষকে অভিযুক্ত করে বুড়িচং থানায় একটি অভিযোগ করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন,জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ, মো. বিল্লাল হোসেন, মোহন মিয়া ও সাইফুল ইসলাম সাগর। অভিযোগের ভিত্তিতে জানা যায়, খাড়াতাইয়া গাজীপুর গ্রামের অধিবাসী মোঃ শহিদুল্লাহর ছেলে প্রতিবন্ধী মো. সুমন মিয়া তার ভাইদের সাথে মিলে বাবার ভিটেতে ঘর নির্মাণ করার জন্য নির্মাণ সামগ্রী আনে। সেখানে তার প্রতিবেশি প্রতিপক্ষ ব্যক্তিরা তাকে বাড়ি নির্মাণে বাঁধা দেয়। এবং চাঁদা দাবি করে টাকা না দিলে নির্মাণ সামগ্রী নিয়ে যাবে বলে হুমকি ধমকি দেয়। এ সময় তারা বাঁধা দিলে তাকে সহ সুমনের পরিবারের লোকজনকে মেরে আহত ও গালাগালি করে এবং এ পর্যায় তাদেরকে প্রাণে মারার হুমকিও দেয়া হয়।নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করেন মো. সুমন মিয়া। অভিযোগকারী মো. সুমন মিয়া বলেন, আমি প্রতিবন্ধী কোটায় সরকারি চাকরি করি। আমি আমার ভাইদের সাথে মিলে বারার ভিটেতে ঘর নির্মাণ করার জন্য নির্মাণ সামগ্রী আনি। সেখানে প্রতিপক্ষরা বাড়ি নির্মাণে বাঁধা দেয়। এবং টাকা না দিলে নির্মাণ সামগ্রী নিয়ে যাবে বলে হুমকি ধমকি দেয়। আমরা প্রতিবাদ করলে তারা আমাদেরকে গালাগালি করে এবং প্রানে মারার হুমকিও দেয়। এ বিষয়ে আমি প্রশাসনের সহযোগিতা চাই। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বিষয়টি অবগত আছেন। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই আল আমিন গতকাল ২৮ নভেম্বর মুঠোফোনে জানতে চাইলে বলেন, এতদ বিষয়ে একটি মামলা এফআইআর হয়েছে। সুষ্ঠু বিচারের স্বার্থে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে অন্য কোন বিষয় থাকলে অবশ্যই অনন্ত সাপেক্ষে ব্যবস্থা যথাযথ নেয়া হবে। সংবাদ প্রকাশঃ =২৯-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=