Tuesday, January 7, 2025
spot_img
More

    ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে হাসনাতের এলাকায় বিক্ষোভ মিছিল

    সিটিভি নিউজ।। দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি =====================
    ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিসহ চট্টগ্রামের লোহাগড়ায় ও ঢাকার যাত্রবাড়ি এলাকায় দুই দফায় ট্রাক চাপায় হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে হাতনাতের নিজ এলাকা কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বিক্ষোভ মিছিলটি উপজেলা গেইট সংলগ্ন থেকে শুরু হয়ে সদর এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউমার্কেট চত্তরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
    বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলীফের হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানানো হয়েছে। এছাড়াও সমাবেশে চট্টগ্রামের লোহাগড়া ও ঢাকার যাত্রবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহŸায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপায় হত্যাচেষ্টা কারীদের শনাক্ত করে দ্রæত বিচারের দাবিও জানানো হয়।
    বিক্ষোভ সমাবেশে বক্তারা আরও বলেন, ইসকনের উগ্র সন্ত্রাসীরা মঙ্গলবার আদালত চত্ত¡রে সাইফুল ইসলাম আলিফকে হত্যা করাছে, তারা মসজিদেও হামলা করেছে। ইসকন একটি জঙ্গি সংগঠন, ইসকন একটি ভারতীয় সংগঠন, ইসকন আওয়ামী লীগের সংগঠন, এরকম সংগঠনকে আমরা বাংলার মাটিতে থাকতে দেব না। ইসকনকে নিষিদ্ধ করে যারা সাইফুল ইসলাম আলীফের হত্যার সঙ্গে জড়িত তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজ আরো একটি যুদ্ধ সংগঠিত করতে প্রস্তুত রয়েছে বলে ঘোষণা দেন। তারা আরো বলেন, আমরা প্রস্তুত আছি, আপনারাও প্রস্তুত থাকুন, যেকোনো সময় যুদ্ধের ডাক আসতে পারে। আপনাদের সঙ্গে নিয়ে প্রয়োজনে ছাত্র সমাজ আবার যুদ্ধ ঘোষণা করবে।
    সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারী বিশ^বিদ্যালয়ের সম্বনয়ক রাকিবুল ইসলাম হৃদয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কুমিটির যুগ্ম আহবায়ক কাজী নাছির, সদস্য মুহতাদির জারিফ সিক্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সিয়াম ইসলাম, সাজেদুল রাশেদ রাফসান, নাজমুল হাসান নাহিদ, সরকার সাকিব, সফিউল্লাহ, মোহাম্মদ নাজমুল হাসান, জহিরুল ইসলাম প্রমুখ। সংবাদ প্রকাশঃ =২৮-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments