Wednesday, January 1, 2025
spot_img
More

    হবিগঞ্জে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশী নাগরিক আটক

    সিটিভি নিউজ।। জেলা হবিগঞ্জে ২৭শে নভেম্বর ২০২৪ইং তারিখে রোজ বুধবার আনুমানিক ৬:৩০ ঘটিকায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ধর্মঘর বিওপির টহলদল কর্তৃক সীমান্ত পিলার ১৯৯৭/২০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষ পুর নামক স্থান হতে ৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে আগমনের সময় আটক করে।

    . (ক) মোঃ সেলিম (৩০), পিতা- মোঃ রেজাউল হক, গ্রামঃ- চরছেকালীপুর, পোষ্টঃ- চরহরিশপুর, থানাঃ- চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলাঃ- চাঁপাইনবাবগঞ্জ।
    (খ) মোঃ সোহেল (২২), পিতা-লোকমান, গ্রামঃ- চরহরিষপুর, পোষ্টঃ- চরহরিশপুর, থানাঃ- চাঁপাইনবাবগঞ্জ সদর,জেলাঃ- চাঁপাইনবাবগঞ্জ।
    (গ) মোছাঃ রোকছানা (৩০), স্বামী- মৃত জাহাঙ্গীর আলম, গ্রামঃ- উত্তর মলমছড়া, পোষ্টঃ- গোসাইরহাট, থানাঃ- গোসাইরহাট, জেলাঃ- শরীয়তপুর।

    . আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের জিজ্ঞাসাবাদে জানায়, ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক মোঃ সেলিম ও মোঃ সোহেল রাজ মিস্ত্রী কাজের জন্য এবং মোছাঃ রোকছানা বাসাবাড়িতে কাজের নিমিত্তে আনুমানিক ৩ মাস পূর্বে ভারতের অভ্যন্তরে আগরতলায় অবৈধভাবে গমন করে।
    . পরবর্তীতে ২৭শে নভেম্বর ২০২৪ইং তারিখে ৩ জনে আঠারো হাজার টাকার বিনিময়ে বাংলাদেশী মানব পাচারকারী দালাল মোঃ কামাল (৪৫), পিতা- সিদ্দিকুর রহমান, গ্রামঃ- মালঞ্চপুর, পোষ্টঃ- ধর্মঘর, থানাঃ- মাধবপুর, জেলাঃ- হবিগঞ্জ এবং মোঃ হ্রদয় (২৫), পিতা- মোঃ গোলাম আলী, গ্রামঃ- সন্তোষপুর, পোষ্টঃ- ধর্মঘর, থানাঃ- মাধবপুর, জেলাঃ- হবিগঞ্জ এর সহযোগিতায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ধর্মঘর বিওপির টহলদলের নিকট আটক হয়।

    . আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের নিকট হতে এন্ড্রয়েড মোবাইল ফোন-৪ টি, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী-৩১ টি, ভারতীয় শার্ট ও প্যান্টের পিস-৯ টি, ভারতীয় শাল চাঁদর-২টি, ভারতীয় বিভিন্ন প্রকার Pain Relief Balm- ১৪ টি, ভারতীয় কিসমিস-২ কেজি, বাংলাদেশী টাকা- ২,০০০ টাকা, মশারী-২ টি, ট্রাভেল ব্যাগ- ২ টি পাওয়া যায়। আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের মালামালসহ এবং পলাতক বাংলাদেশী মানব পাচারকারীদের নামে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় মামলা দায়ের করে,আসামী হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

    . লে কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিজিওএম পিএসসি সিগন্যালস ২৫ বিজিবি মিডিয়া প্রতিনিধি কে বলেন, সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে। সংবাদ প্রকাশঃ =২৭-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments