সিটিভি নিউজ।। এটিএম মাজহারুল ইসলাম, চান্দিনা সংবাদদাতা (কুমিল্লা):============
কুমিল্লা চান্দিনা সরকারি পাইলট হাই স্কুল খেলার মাঠে আগামী ৩০ নভেম্বর ২০২৪ইং (শনিবার) সকাল ০৯:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কর্মী সম্মেলন উপলক্ষে আজ (বুধবার) বেলা ১২ঘটিকার সময় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভা আমীর অধ্যাপক এ.কে.এম আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা আমীর মিজানুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলোয়াতের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুরআন তেলোয়াত করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা পৌরসভার সেক্রেটারী জনাব মু. ইয়াহিয়া রায়হান।
এসময় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী জনাব মু. সাইফুল ইসলাম শহীদ বলেন, আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তিনশত আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। ঐ কর্মী সম্মেলনে কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত সংগঠন। যে সংগঠনের মাধ্যমে মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। ৫ই আগস্ট পট পরিবর্তনের পর ইসলামের প্রতি, ইসলামী সমাজ ব্যবস্থার প্রতি, ইসলামী আন্দোলনের প্রতি এদেশের মানুষের যে আগ্রহ সৃষ্টি হয়েছে। এতে আমাদের আশার বাণী জাগাচ্ছে যে, সেদিন আর বেশি দূরে নয়; যেদিন বাংলাদেশে কোরআন বিজয়ী হবে, ইনশাআল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, দেশে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এ সময়ে আমাদের বসে থাকা যাবে না। আমাদের সামাজিকভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানুষকে সচেতন করতে হবে। যাতে করে পুনরায় আবার স্বৈরশাসন তৈরি না হয়, ১৬ বছর স্বৈরশাসক শেখ হাসিনা দেশের মানুষকে স্বাধীন ভাবে কথা বলতে দেয়নি। দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন চান্দিনার মাটিতে স্বাধীন ভাবে অনুষ্ঠিত হবে। এ স্বাধীনতা ধরে রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।
এসময় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা মজলিশে শুরা সদস্য জনাব নুরুল হুদা, চান্দিনা উপজেলা শাখার জনাব আব্দুল আহাদ, চান্দিনা পৌরসভার শুরা সদস্য জনাব আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চান্দিনা সাথী শাখার সাবেক সভাপতি জনাব আবু হানিফ সহ উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ =২৭-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=