সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এর সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান ফারুকীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভিন বিথী। উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু সিদ্দিক ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, জেলা জামায়াতের সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা, সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন, উপজেলা মৎস্য অফিসার জেসমীন আক্তার, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, প্রজীপ কর্মকর্তা শারমিন সুলতানা, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, দারিদ্র বিমোচন কর্মকর্তা সামসুন্নাহার আকন্দ, তথ্যসেবা তাছলিমা আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে আহত ও নিহতের স্বজন ও ছাত্র, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছে। এখন আমাদের দেশ গড়ার সময়। শহীদদের ত্যাগ, আহতদের আর্তচিৎকার স্মরণ করলে জাতি কখনো ভুল পথে চলতে পারবেনা। সকল বিভাজন-অরাজকতা ত্যাগ করে মানবিক দেশ গড়ার কাজে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। তবেই দেশ পরিপূর্ণ স্বাধীন হবে। অনুষ্ঠান শেষে ছাত্র জনতার আহত ও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। সংবাদ প্রকাশঃ =২৭-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
আড়াইহাজারে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
আরো সংবাদ পড়ুন