সিটিভি নিউজ।। নোয়াখালী প্রতিনিধি ================
নোয়াখালীর চাটখিলে এক ব্যবসায়ীকে অপহরণ করে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক দল সন্ত্রাসীর বিরুদ্ধে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে এই ঘটনায় অপহরণের শিকার ব্যবসায়ী মো.শাহজাহান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গত শুক্রবার রাতে উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছতলায় সড়কের ওপর এই ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল থানাধীন খিলপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাম নারায়নপুর ইউনিয়নের কবিরাজ বাড়ির সামনে থেকে অপহৃত ব্যবসায়ীকে রাত ৯টার দিকে উদ্ধার করে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের মো.শাহজাহান (৬০) ও তার ছেলে সাকিবুল হাসানকে (১৬) সঙ্গে নিয়ে শুক্রবার রাত ৮টার দিকে চাটখিল বাজার থেকে মোট সাইকেল যোগ নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। যাত্রা পথে তাদের মোটর সাইকেলটি নোয়াখলা গ্রামের হরহরিয়া গাছ তলা নামক স্থানে পৌঁছলে রাতের আধাঁরে স্থানীয় রাম নারায়নপুর দক্ষিণ রামরানায়ণপুর গ্রামের আবুল কালামের ছেলে হারুনুর রশিদ প্রকাশ সাহাব (৩৫) ও মো. বাবু (৪৫)সহ অজ্ঞাত ৬-৭জন যুবক মোটর সাইকেলের গতিরোধ করে মো.শাহজাহান ও তার ছেলে সাকিবুল হাসানকে মোটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে সিএনজি চালিত একটি অটোরিকশা যোগে অপহরণ করে চোখ ও মুখে বেঁধেঁ অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে মারধর করে ২লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদেরকে হত্যা করে ঘুম করার হুমকি দেয়। পরে স্থানীয় লোক জনের সহায়তায় শাহাজাহানের ছোট ভাই প্রবাসী গোলাম কিবরিয়া স্বপন বিষয়টি জানতে পেরে চাটখিল থানা পুলিশকে অবহিত করলে অপহরণকারীরা আমাকে রামনারায়ণপুর এলাকায় নিয়ে যায়। খবর পেয়ে খিলপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ রামনারায়ণপুর গ্রামের কবিরাজ বাড়ির সামনে থেকে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে ৫-৬ জন যুবক মো.শাহজাহানকে মোটর সাইকেল থেকে নামিয়ে জোর পূবর্ক সিএনজিতে তুলে নিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় দোকানিরা এগিয়ে গেলে সিএনজিটি দ্রুত পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের মুফোফোনে একাধিকবার কল করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.ফিরোজ উদ্দিন চৌধুরী, শাহাজাহানের সাথে আরেক ব্যক্তির সাথে চলাচলের জায়গা ও টাকা লেনদেন দিয়ে ঝামেলা হয়েছে। শাহজাহান তাকে অপহরণের অভিযোগে এনে লিখিত অভিযোগ দিয়েছে। প্রতিপক্ষের লোকজনও তার বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নিবে। সংবাদ প্রকাশঃ =২৪-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=