সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধি =============
সনাতনীদের হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান হরিকমল বাবক্তী শতশত ব্যসরের ঐতিহ্য ধারক এই মহাজনের সাধন স্থল এবং সমাধী স্থান হিন্দুদের সমাজি মঠ মন্দিরের জায়গা দখল করে রাস্তা নির্মাণ করার অভিযোগ পাশের বাড়ির মো, ইউসুফ, মো,ইউনুস, কোহিনুর বেগম এর বিরুদ্ধে । কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ১১ নং বিপুলাসার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বড় কাঁচি বসু বাড়ী। মৃত হেলান চন্দ্র বসুর তিন ছেলে শুভাশীষ বস,শুভেন্দু বসু, সৌমেন্দু বসু বলেন -আমাদের পূর্বপুরুষ দাদা,বাবা তারা দুইশত বছর আগে থেকে এই জাগায় হিন্দু সম্প্রদায়ের পবিত্র স্থান মন্দির, মঠ মন্দিরের আমাদের জায়গা, এই মন্দিরে আমরা পূজা সহ বিভিন্ন ধর্মীয় উৎসব করে থাকি। পাশের বাড়ির ভূমি দস্যুরা আমাদের সমাধীর স্থল সনাতনিদের মন্দিরের জাগায় জোরপূর্বক রাস্তা নির্মাণ করেন। শুভাশীষ বসু বলেন – শ্রী শ্রী হরিকমল সেবা শ্রম এর জায়গা উদ্ধারের জন্য দুষ্কৃতি কারীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে,এবং থানায় অভিযোগ করেছি।এলাকার স্থানীয় বিএনপির যুবদলের নেতা আবদুল বাতেন, ও বিএনপির সভাপতি আব্দুল মান্নান কে থানা থেকে নির্দেশনা দিয়েছেন দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে আমাদের মন্দিরের জাগা দখল মুক্ত করে দিতে । শনিবার সনাতনি হিন্দু পরিবারের জয়শ্রী রাম, হর হর মহাদেব জয় শিব শম্ভু, জেগেছে জেগেছে সনাতনি জেগেছে স্লোগানে তারা একটি বিক্ষোভ করছেন । জে এল,নং ৪৪৬ খতিয়ান নং ১৭৭৪ দাগনং ৩৪১৮ পরিমান( ৪) ডিং। মো,ইউসুফ এর স্ত্রী কোহিনুর বেগম বলেন আমার স্বামী বাড়িতে নেই মিটিংয়ে গেছেন,আমরা আমাদের জায়গায় রাস্তা করছি। আমরা তাদের জাগায় রাস্তা করি নাই । মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ( ওসি) বিপুল চন্দ্র দে বলেন – আমাকে ফোনের মাধ্যমে জানিয়েছে আমি তাৎক্ষণিক নাথের পেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ সালাউদ্দিন কে পাঠিয়েছি তিনি বিষয়টি দেখছেন। সংবাদ প্রকাশঃ =২৪-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
মনোহারগঞ্জে মন্দির এর জায়গা দখল করে রাস্তা নির্মাণ
আরো সংবাদ পড়ুন