সিটিভি নিউজ।। এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৪ নভেম্বর) সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের সবাইকে উদ্ধার করে বেলা ১২টার দিকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে তাদের চিকিৎসা চলছে।
দগ্ধরা হলেন, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২) ,শাওন (২৪), মো. হোসাইন (১৮), চঞ্চল (২৬), মো. তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) ও মো. আল-আমিন(২৪)।
কারখানার শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে এরোসল তৈরির কাজ করছিলেন। বৈদ্যুতিক সৃষ্ট আগুনে তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ জন শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে কারখানা অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদেরকে নিজস্ব বাসে করে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের মেঘনা এলাকা থেকে দগ্ধ হয়ে ১০ জন এসেছে। তাদের মধ্যে তিনজনের দগ্ধ বেশি হয়েছে। তাদেরকে ভর্তি দেওয়া হবে বাকি ৭ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। সংবাদ প্রকাশঃ =২৪-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=