সিটিভি নিউজ।। প্রেস রিলিজ।। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি'র উদ্যোগে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (BNWLA) এর আয়োজনে ২৪ নভেম্বর বিকেলে কুমিল্লা জেলাস্থ হোটেল ওয়েসিস এর সম্মেলন কক্ষে আইনি প্রক্রিয়ায় অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিতকরণে ‘জেলা পর্যায়ে কেস রেফারেল লিংকেজ প্রতিষ্ঠা’ বিষয়ক একটি কর্মশালা আয়োজন করে।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ও হেলভেটাস বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় সিম্স (Strengthened and Informative Migration Systems) প্রকল্পের ‘এক্সেস টুজাস্টিস’ কার্যক্রমের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জনাব এফ.এম. সাফায়েত সালাম। তিনি তাঁর বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিস হতে অভিবাসী কর্মীদের সেবা প্রদান করা যাবে। তবে সংশ্লিষ্ট অফিসসমূহের টেকনিক্যাল সাপোর্ট প্রয়োজন হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র এক্সিকিউটিভ কমিটির সম্মানিত সদস্য এডভোকেট জাকিয়া আনার কলি। অনুষ্ঠানটিতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লা’র সহকারী পরিচালক জনাব রাহেনুর ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি পরিচালনা এবং বিষয়বস্তুর উপর উপস্থাপনা করেন সিমস্ প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা।
প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশকে কুমিল্লা জেলায় অভিবাসন কর্মীদের জন্য আইনী সেবা কার্যক্রম বাস্তবায়নের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন- লন-অভিবাসনকর্মীগণ বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে চলেছে কিন্তু এদের অনেকেই অসচেতনতার কারনে বিপদে পড়ছে। এক্ষেত্রে তাদের জন্য আইনী সেবা নিশ্চিত করতে হবে। তিনি নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেনতামূলক কার্যক্রম বৃদ্ধির উপরও গুরুত্বারোপ করেন।
সভার সভাপতি তার বক্তব্যে বলেন সিম্স প্রকল্পের সহযোগিতায় কুমিল্লা জেলার অনেক ভুক্তভোগী অভিবাসন কর্মী BNWLA এবং সংশ্লিষ্ট সরকারী সংস্থাসমূহের মাধ্যমে আইনগত সহযোগীতা ও ন্যায়বিচার লাভ করেছেন। এরই ধারাবাহিকতায় সিম্স প্রকল্পের দ্বিতীয় মেয়াদেও জেলা লিগ্যাল এইড কার্যালযের আইনি সহযোগীতার মাধ্যমে সহজেই ভুক্তভোগী অভিবাসীকর্মীদের জন্য ন্যায় বিচারের অভিগম্যতা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক ও ইসলামী ব্যাংক কর্মকর্তা, সমিতির সদস্য আইনজীবী, অভিবাসীদের আইনী সহায়তায় প্যানেল আইনজীবী, রামরু’র প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। আরো বক্তব্য রাখেন এডভোকেট নিগার সুলতানা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি র সদস্য এড. আয়েশা বেগম শিরিন সংবাদ প্রকাশঃ =২৪-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=