সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের রুগ্ন গার্মেন্টস মালিকদের সংগঠনের সিক গার্মেন্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জর কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে চাষাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় কমিটির সকলে সিক গার্মেন্টস এর তালিকা বিকেএমইএ মারফত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য রফিউর রাব্বি (সাইন নীট)। উপস্থিত ছিলেন কমিটির আহŸায়ক মাহবুবুল হক হীরা (মিলেনিয়াম নীট), সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার হারুন অর রশীদ (তাহা নীট কনসার্ন), সদস্য সচিব আরমান হাসান আতিক (মার্স নীটওয়্যার), সদস্য আব্দুল খালেক (রাজা নীট)।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ড্রিম এ্যাপারেলস এর ইলিয়াছ সরকার, ইসি ফ্যাশন ওয়্যার লিঃ এর সেলিম রেজা পান্না, ম্যানস এ্যাটায়ারস এর মো: কাঞ্চন, এ এস নীটওয়্যারস এর মো: জসীমউদ্দিন, কেএমএস এর মো: মিজান, পিংক ফ্যাশনের মো. সহিদুল ইসলাম, শাহেদ টেক্স ফ্যাশন লিঃ এর মো. হযরত আলী, বি,এন টেক্স এর আমিনুল ইসলাম ইকবাল ও নীট লাইন এর মো: রফিকুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত ৫ অক্টোবর শনিবার সিক গার্মেন্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ নামে নারায়ণগঞ্জের রুগ্ন গার্মেন্টস এর মালিকগণ একটি সংগঠনের ব্যানারে নিজেদের দুঃখ-দুর্দশার চিত্র সরকারের কাছে তুলে ধরতে আত্মপ্রকাশ করে। সংগঠনটির সার্বিক কার্যক্রম বিকেএমইএর আওতাভুক্ত। সংবাদ প্রকাশঃ =১৯-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সিক গার্মেন্টস এসোসিয়েশন নারায়ণগঞ্জ’র জরুরী সভা
আরো সংবাদ পড়ুন