সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. শফিকুল ইসলাম ভ‚ঁইয়া (২৪) নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
এতে ৯৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩৫০ থেকে ৪৫০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন। এর আগে রাতে ভুক্তভোগী তরুণ মো. শফিকুল ইসলাম ভ‚ঁইয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান মহানগর আ’লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি মো. মজিবর রহমান (৭৮), সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৬২), সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মতিউর রহমান মতি (৫৫) ও সাত খুন মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাই কাউন্সিলর নুর উদ্দিন মিয়াসহ (৫৫)সহ ৯৮ জনকে আসামী করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক সড়কের উপর শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও আজমিরি ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি বর্ষণ করে। এ সময় দৌড়ে পালিয়ে যাওয়ার সময় একটি গুলি বাদীর বুকের ডান পাশে গুলিবিদ্ধ হয়।
এ সময় রক্তাক্ত অবস্থায় স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডস্থ প্রো একটিভ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে সেখানে তার অপারেশন করা হয় বলে মামলার এজহারে উল্লেখ করা হয়। সংবাদ প্রকাশঃ =১৯-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
সিদ্ধিরগঞ্জে গডফাদার শামীম ওসমান ও তার ছেলে, ভাতিজাসহ ৯৮ জনের নামে হত্যা চেষ্টা মামলা
আরো সংবাদ পড়ুন