Sunday, December 22, 2024
spot_img
More

    কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

    সিটিভি নিউজ।। নেকবর হোসেন সংবাদদাতা জানান====
    কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৮ নভেম্বর) জেলার দাউদকান্দি উপজেলার মোল্লাকান্দি এলাকা থেকে এসব মাদক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়। মাদক সরবরাহকারী মো: বাদলকে গ্রেফতার করতে পারেনি যৌথবাহিনী সে পালিয়ে যায়। এসময় তার স্ত্রী মোছা: তাসলিমা বেগম এবং মোছা: মুক্তা বেগম নামে দুই নারীকে আটক করা হয়।
    জানা যায়, গত সোমবার রাতে মাদক ব্যবসায়ী মো: বাদল এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাদল মিয়া যৌথ বাহিনীর অবস্থান জানতে পেরে পালিয়ে যায়। এসময় তার বাসা থেকে সাড়ে ৭০০পিস ইয়াবা, ইয়াবা সেবনের ফয়েল পেপারের ১টি রোল, ৭টি এন্ড্রয়েড মোবাইল ফোন, ১টি সিম কার্ড ও নগত দুই লাখ ২৯হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় বাদলের স্ত্রী মোসা: তাসলিমা বেগমসহ মোছা: মুক্তা বেগম নামে দুই নারীকে আটক করা হয়। আটককৃত মালামাল ও গ্রেফতার হওয়া দুই নারীকে দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে যা নাম্বার-১৬.

    যৌথবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগস্টে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক, অবৈধ মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সংবাদ প্রকাশঃ =১৯-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments