Wednesday, January 22, 2025
spot_img
More

    নারায়ণগঞ্জে শিল্পপতি জসিমকে হত্যার পর লাশ ১১ টুকরো করা দুই নারীর আদালতে জবানবন্দি

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদ ডাইংয়ের মালিক শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যা ও লাশ গুমের ঘটনায় গ্রেপ্তার হওয়া তার কথিত প্রেমিকা রুমা আক্তার ও তার বান্ধবী রুকু আদালতে স্বীকারোক্তীমূলক জবানবন্দি দিয়েছে।
    শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করেন নারায়ণগঞ্জ আদালতের সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী।
    স্বেচ্ছায় এবং অকপটেই হত্যাকান্ডের সকল তথ্য বিজ্ঞ বিচারকের খাস কামড়ায় স্বীকার করেন রুমা ও রুকু ।
    ১১ টুকরা করে শিল্পপতি জসিম উদ্দিন মাসুমকে হত্যা ও লাশ ফেলে দিতে রুমাকে সহায়তা করে তারই বান্ধবী মডেল রুকু। এমন ঘটনা আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদানের বিষয়টি শনিবার (১৬ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান। পরকীয়া রপ্রমিকা রুমা ও তার বন্ধবী রুকু ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন ।
    আদালত সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের লেক থেকে বুধবার (১৩ নভেম্বর) তিনটি পলিথিনে মোড়ানো মাসুমের সাত (৭) টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আলোচিত এ হত্যাকাÐের রহস্য উন্মোচন করতে সক্ষম হয় আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা।শিল্পপতি জসিম উদ্দিন মাসুম হত্যাকান্ডের ঘটনায় কাফরুল থেকে রুমা, রুকুসহ চারজনকে আটক করা হয়েছে। পরে রূপগঞ্জ থানায় হওয়া হত্যা মামলায় থেকে রুমা ও রুকু গ্রেপ্তার দেখিয়ে বাকি দুজনকে ছেড়ে দেয়া হয়।
    নির্মম এমন হত্যাকান্ডের মামলায় তদন্তের সঙ্গে যুক্ত একজন পুলিশ কর্মকর্তা গণমাধ্যমে বলেন, হত্যার পর কাফরুলের বাসায় ছিলেন রুমা। কোন ধরনের টেনশন ছাড়াই চলাফেরা ও ঘুমাতে থাকেন রুমা। বুধবার রাতে পুলিশ তাকে ঘুম থেকে তুলে জিজ্ঞাসাবাদ করে। ঘটনার সবকিছুই অকপটে স্বীকার করেন রুমা।
    রুমার দাবি, কাফরুলের তিনটি কক্ষের একটি ফ্ল্যাট নিয়ে তার ছোট বোন, বান্ধবী, ভাবী ও তার বাচ্চা বসবাস করেন। এই বাসায় আসার পর জসিম উদ্দিন মাসুমকে দুধের সঙ্গে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করা হয়। অচেতন অবস্থায় দুই দিন থাকার পর মঙ্গলবার একটি কক্ষের বাথরুমে নিয়ে হত্যার পর লাশ ১১ টুকরা করা হয় জসিম উদ্দিন মাসুমকে। রুমার এক বন্ধুকে দিয়ে দুটি ব্যাগ নিয়ে আসার পর দুটি ব্যাগের ভিতরে সাত টুকরা রূপগঞ্জের একটি লেকের পাড়ে এবং অন্য চারটি অংশ ৩০০ ফিট এলাকায় একটি কাশবনে ফেলে দেয় রুমা। এরপর রুমার ভাষ্য মতে বৃহস্পতিবার রুমার দেয়া তথ্যের ভিত্তিতে কাশবন থেকে জসিম উদ্দিন মাসুমের দেহাংশের আরো চারটি টুকরা উদ্ধার করে পুলিশ। হাত, পা ও কোমর থেকে বুকের খÐিত অংশ ছিল পরবর্তী উদ্ধার হওয়া দেহাংশের। হত্যাকাÐে ব্যবহৃত চাপাতি, বেøড বনানীর ২০ নম্বর সড়কের একটি বাসায় রেখে আসেন রুমা। পরে ওই বাসায় অভিযান চালিয়ে চাপাতি, বেøড ও মাসুমের কিছু কাপড় চোপড় জব্দ করা হয়েছে। যার কিছুই তাদের এই ফ্ল্যাটের অন্যরা এমন ল্মোহর্ষক বিষয়টি জানতেই পারে নাই।
    পুলিশের জিজ্ঞাসাবাদে রুমার ভাষ্য, শিল্পপতি মাসুমের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল দীর্ঘদিনের, পাশাপাশি মাসুম অন্য আরেক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। আরো এক নারীর সাথে এমন সম্পর্খ থাকায় জসিম উদ্দিন মাসুমের উপর রাগ-ক্ষোভ ও আবেগের বসে খুন করে রুমা।
    উল্লেখ্য যে রোববার (১০ নভেম্বর) বিকেলে মাসুম তার বাসা থেকে বের হয়ে গুলশান গিয়ে ব্যক্তিগত চালককে বাসায় ফিরে যেতে বলেন এবং মালেক নামে আরেক গাড়ির চালককে ডেকে নিয়ে তিনি নারায়ণগঞ্জ আসবেন। মাসুমের মোবাইল ফোন নম্বর বন্ধ ও কোন কোনো খোঁজ না পেয়ে সোমবার গুলশান থানায় জিডি করেন বড় ছেলে ওবায়দুল ইসলাম শিবু।
    এরপর বুধবার (১৩ নভেম্বর) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের লেকের পাড় থেকে তিনটি পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করে পুলিশ। ওই দিনই জিডির সূত্র ধরে নিশ্চিত হওয়া যায় ওই লাশের টুকরা শিল্পপতি জসিম উদ্দিন মাসুমের।
    শিল্পপতি জসিম উদ্দিন মাসুম গাড়িচালক আবদুল মালেক জানান, নদী জলে শাপলা ভাসে সহ দুটি সিনেমার প্রযোজক এই মাসুম। সিনেমা জগতে মিশতে গিয়ে অনেক নায়ক-নায়িকার সঙ্গে তার পরিচয়। এর সূত্র ধরে রুমা আক্তার নামে এক নারীর সঙ্গে পরিচয় হয়। তার বাসা কাফরুল। এর আগেও কয়েকবার ওই বাসায় গেছেন শিল্পপতি। তার সন্ধান পেতে ঘটনার পর রুমার বাসায় গেলে তিনি জানান, রোববার বিকেলে সেখানে যান মাসুম। আধা ঘণ্টা পর বাসা থেকে চলে যান।
    এরর পর পুলিশ শিল্পপতি জসিম উদ্দিন মাসুম হত্যাকান্ডের সকল তথ্য উদঘাটনের পর স্বীকারোক্তি প্রদান করতে ঘাতক রুমা ও তার বান্ধবী রুকুকে আদালতে পাঠায়। স্বীকারোক্তি প্রদানের পর ঘাতক রুমা ও তার বান্ধবী রুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ বিচারক ।নির্ভরযোগ্য একটি সূত্র মতে, রুমার সাথে পরিচয় হওয়ার পর তাকে নায়িকা করার প্রতিশ্রুতি দিলে তাদের মধ্যে গভীর সম্পর্কের সৃস্টি হয়। গ্রেফতারকৃত রুমা গ্রামের বাড়ী ময়মনসিংহে নিহত জসিম উদ্দিন মাসুৃম কটি গরুর খামার করে দিয়েছিলো।সংবাদ প্রকাশঃ =১৬-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments