সিটিভি নিউজ।। কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের নবাগত সদস্যদের বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে প্রেস ক্লাবের নবাগত সদস্যদের ফুল, কলম ও ডায়েরি দিয়ে বরণ করা হয়। লাকসাম প্রেস ক্লাবের প্রবীণ-নবীণ সদস্যদের আগমনে অনুষ্ঠানস্থল সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।
লাকসাম প্রেস ক্লাবের আহŸায়ক মনির আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহŸায়ক আরিফুর রহমান স্বপন ও সদস্য মিজানুর রশিদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আবদুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান দুলাল, সাবেক সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বর্তমান সদস্য সচিব ফারুক আল শারাহ, সদস্য কামরুল ইসলাম, সিরাজুল হক, জিল্লুর রহমান, গোলাম মাহবুব সোবহানী রুবেল, হামিদুল ইসলাম প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের আহŸায়ক কমিটির সদস্য এমএসআই জসিম, চন্দন সাহা, খলিলুর রহমান মজুমদার, তমিজ উদ্দিন আহমেদ চুন্নু, জামাল উদ্দিন স্বপন, শাহ নুরুল আলম, আহসান উল্ল্যাহ, এমএ জলিল, মাসুদ পারভেজ রনি, শারমিন সুলতানা, পিংকি বেগম, এম আর মানিক, ইকবাল হোসেন মিন্টু, নাজমুল হাসান, সাইফুল ইসলাম, আমজাদ হোসাইন, মোহাম্মদ উল্যাহ, আব্দুল মালেক হিরণ, দেলোয়ার হোসেন জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন মনির প্রমূখ।
নবাগতদের বরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৮৫ সালে লাকসাম প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়। প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন কয়েকজন নেতৃবৃন্দ এখনো এ প্রেস ক্লাবের সঙ্গে সম্পৃক্ত আছেন। তাদের বুদ্ধি-পরামর্শে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুনাম ও ঐতিহ্যের ধারক-বাহক লাকসাম প্রেস ক্লাব। বর্তমান আহবায়ক কমিটি গঠনতন্ত্র অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নবাগতদের বরণ করার মাধ্যমে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আগামীদিনে প্রবীণ ও নবীণদের সমন্বয়ে লাকসাম প্রেস ক্লাব একটি মডেল প্রেস ক্লাবে রূপান্তরিত হবে।
সৎ ও সাহসিকতা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকতার বিকল্প নেই উল্লেখ করে বক্তারা বলেন, লাকসাম প্রেস ক্লাবের সদস্যরা অন্যায়, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থেকে পেশাগত দায়িত্ব পালনে নির্ভয়ে কাজ করে যাবেন। রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরবেন। সেই লক্ষ্যে নবাগতদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য এবং পেশাগত সাংবাদিক হিসেবে গড়ে তোলার ব্যবস্থা করা হবে।
ক্যাপশন: লাকসাম প্রেস ক্লাবের নবাগতদের বরণ অনুষ্ঠান। সংবাদ প্রকাশঃ =১৫-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=