সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===============
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান "জামিয়া ইসলামিয়া মাদ্রাসা"র স্বেচ্ছাশ্রমে বন্যা পরবর্তী রাস্তা মেরামতের কাজ শুরু করেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে টিএন্ডটি রাস্তার কল্পবাস-ডগ্রাপাড়া সড়কে ইটের শুড়কি ও মাটি দিয়ে রাস্তা মেরামত করা হয়েছে। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্যদের নিজস্ব শ্রমে এই রাস্তা মেরামত করা হয়েছে। রাস্তা মেরামত কাজের শুভ উদ্বোধন করেন জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম। এসময় মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান আতিকী, বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক খন্দকার মোঃ শাহজালাল, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সহ-সুপার মাঈনুদ্দিন সাঈদ, মাদ্রাসার শিক্ষক যথাক্রমে রফিকুল ইসলাম শাহীন, মাওলানা ওবায়দুল হক, মাওলানা মোঃ বাছির, ওমর সানিসহ শিক্ষক-শিক্ষার্থী ও শ্রমিককল্যাণ ফেডারেশনের সদস্যরা রাস্তা মেরামতের কাজে অংশগ্রহন করেন। এ বিষয়ে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ রেজাউল করিম বলেন, বন্যায় ব্রাহ্মণপাড়া গ্রামীন রাস্তাগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আজকে থেকে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে টিএন্ডটি সড়কের রাস্তা মেরামতের মধ্য দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। পরবর্তীতে আরো ক্ষতিগ্রস্থ রাস্তাগুলো মেরামত করা হবে। তাদের এই মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী। সংবাদ প্রকাশঃ =১৫-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=