সিটিভি নিউজ।। জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজের সহযোগীতায় “তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার নিমিত্ত জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজ, কুমিল্লা প্রফেসর মোহাম্মদ আবুল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থপনা) মাহফুজা মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক অভিবাদন পত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, গনিত বিভাগের প্রভাষক, কাজী মো: ফারুক ও প্রভাষক, নারগিস আফরোজা। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। শিক্ষার্থীদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্র ইয়াসির আরাফাত ও আসমাউল হুসনা বক্তব্য রাখেন। ধারণা পত্র উপস্থাপন করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মায়মুন শরিফ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, ৫২ এর ভাষা আন্দোলনের কারণে আজ আমরা বাংলায় কথা বলছি। ৭১ এর মুক্তিযুদ্ধ এবং জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের স্বাধীনতা তরুণদের হাত ধরেই এসেছে। তরুণরাই আগামীর দিক নির্দেশক। জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের পরে যখন পুলিশ ছিলোনা তখন তরুণরাই ট্রাফিকের দায়িত্ব পালন করেছে এবং বাজার মনিটরিং করেছে। সাথে তারা নিজেরাও আইন সম্পর্কে সচেতন হচ্ছে। তরুণদের শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগ্রহী করে গড়ে তুলতে হবে। বক্তাগণ আরো বলেন, দূর্নীতির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকল ক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাড়াতে হবে। তরুণদের হাত ধরেই জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত রাষ্ট্রে যেন বৈষম্য ও স্বৈরশাসন তৈরি নাহয়। তরুণদের সকল ক্ষেত্রে প্রাধান্য দিয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। আলোচনা শুরুতে তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান সঞ্চালোচনায় ছিলেন চারু ও কারুকলা বিভাগের প্রভাষক ঝুমুর দাস। সংবাদ প্রকাশঃ =১৩-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=