Friday, December 27, 2024
spot_img
More

    কুমিল্লার দেবিদ্বারে সুজন এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। কুমিল্লার দেবিদ্বারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।
    ১২ নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় দেবিদ্বার এর নিউ মার্কেট এলাকায় সাংবাদিক কল্যাণ পরিষদ কক্ষে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়।
    প্রতিষ্ঠা বার্ষিকীর ওই অনুষ্ঠানে সাংবাদিক রাসেল আল-আমীন সরকারের সঞ্চালণায়, সভাপতিত্ব করেন এটিএম সাইফুল ইসলাম।
    এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল।
    অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নির্বাহী সদস্য মোজাফ্ফর আহমেদ, মো. সাইফুল ইসলাম, কাজী মনিরুল হক, সাংবাদিক কাজী মো. খোরশেদ আলম, ‘সুজন’ দেবিদ্বার উপজেলার সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, অর্থ সম্পাদক শাহ-পরান, তথ্য ও প্রশিক্ষণ সম্পাদক কামরুল হাসান মুন্সি, সদস্য শামীম আহমেদ, আবদুল্লাহ সামি, কাইয়ূম ভুইয়া, সুমন সেন, আতিকুর রহমান, সাইফুল ইসলাম সাইফ প্রমুখ।

    বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যা গরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতি। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়ন রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় ‘সুজন’ বাইশ বছর ধরে নাগরিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।

    বক্তারা আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে কর্তৃত্ববাদী আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। এখন অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা অর্পণ।

    সভাপতির বক্তব্যে সুজন সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুম বলেন, জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ এখন সংস্কারের পথে যাত্রা শুরু করেছে। বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে, নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন করতে হবে। জনপ্রশাসন, পুলিশ, দুদকের মতো প্রতিষ্ঠান কোন দলের কাছে নয়, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ থাকবে। গণমাধ্যম যাতে ভীতিমুক্ত পরিবেশে কাজ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। স্থানীয় সরকারের কর্মকান্ডে সংসদ সদস্যের হস্তক্ষেপ নিষিদ্ধ করতে হবে।সংবাদ প্রকাশঃ =১২-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments