Wednesday, December 4, 2024
spot_img
More

    নাঙ্গলকোটে পাঁচ ডাকাত আটক মালামাল উদ্ধার

    সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা, নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা:==============
    কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়। রোববার থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্নস্থানে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
    আটককৃত হলেন, উপজেলার দক্ষিণ শাকতলী গ্রামের মূন্সী বাড়ীর ওসমান গনির ছেলে মোঃ আবু বক্কর (৫০), নোয়াপাড়া গ্রামের মিস্ত্রি বাড়ীর লেদু মিয়ার ছেলে বাবুল (৪৫), চট্টগ্রাম পাহাড়তলী সরাইপাড়া প্রাণ পরিমল সড়কের আব্দুল হাকিমের ছেলে শাহীন (৩৯), জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮) ও পানকরা গ্রামের মোকছোদের ছেলে মোঃ রাকিব (১৯)।
    জানা যায়, চলতি মাসের ৬ নভেম্বর রাত পৌঁনে তিনটার দিকে জোড্ডা পূর্ব ইউপির শংকরপুর গ্রামের তালতলা বাজারের জামে মসজিদের পূর্ব পাশে নাছিমা আক্তার পাখীর রান্না ঘরের টিন খুলে ৬-৭ জনের ডাকাতদল মুখে গামছা বেধেঁ ঘরে প্রবেশ করে। পরে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, একটি ফোন, একটি স্মার্ট টিভি, একটি ল্যাপটপ লুট করে নিয়ে যায়।
    এঘটনায় নাছিমা আক্তার পাখী বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করে। ডাকাতদের কাছ থেকে একটি স্মার্ট টিভি, একটি ল্যাপটপ, একটি এ্যানরয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল উদ্ধার করে।
    এ বিষয়ে থানার ওসি একে ফজলুল হক বলেন, ডাকাতির ঘটনা মামলা হওয়ার পর এসপি মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম) সার্কেল এর তদারকিতে এসআই ওবায়দুল হক, এসআই রবিউল ইসলাম, এসআই তৌকিক, এসআই শুভ রুদ্র পৃথকস্থানে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেপ্তার করে ও লুন্ঠিত মালামাল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে মামলা রয়েছে। সংবাদ প্রকাশঃ =১১-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments