সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার, নিজস্ব প্রতিবেদক।। আসছে ১৪ নভেম্বর বৃহস্পতিবার হতে ১৭ নভেম্বর রবিবার পর্যন্ত ৪দিন ব্যাপী কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলীতে শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৮৬তম রাসোৎসব অনুষ্ঠিত হবে।
তদুপলক্ষে প্রথমদিন ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় হতে যথাক্রমে বেদ বাণী পাঠ ও শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে আলোচনা এবং সন্ধ্যায় গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ আরম্ভ এবং শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
দ্বিতীয় দিন ১৫ নভেম্বর শুক্রবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পূজা ও ভোগ আরতি এবং সন্ধ্যায় শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা শেষে শ্রী রাসপূজা।
তৃতীয় দিন ১৬ নভেম্বর শনিবার অহোরাত্র নামযজ্ঞ এবং সকাল ১০টা শ্রীনাম প্রদান। ওই নাম প্রদান করবেন শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য। এরপর ঠাকুরের পূজা, ভোগ আরতি শেষে ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সন্ধ্যারতি ও শ্রী শ্রী সত্য নারায়ণ পূজা।
চতুর্থ দিন ১৭ নভেম্বর রবিবার প্রাতে শ্রী শ্রী নামযজ্ঞ সমাপন।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশগ্রহণ করিয়া আনন্দ বর্ধন করার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম আকবর শাহস্থিত শ্রী শ্রী কৈবল্যধামের শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য এবং কুমিল্লা রাণীর বাজারস্থিত শ্রী শ্রী রাসস্থলী’র সাধারণ সম্পাদক শ্রী রবীন্দ্র চন্দ্র সরকার। সংবাদ প্রকাশঃ =১১-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=
কুমিল্লা রাম ঠাকুরের আশ্রমে রাসোৎসব বৃহস্পতিবার থেকে শুরু
আরো সংবাদ পড়ুন