Wednesday, November 13, 2024
spot_img
More

    ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

    সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণ ও শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।
    শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় মিছিলটি শহরের চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়। দুই নম্বর রেলগেইট হয়ে কালিরবাজার গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবিও জানানো হয়। দাবি মানা নাহলে হরতাল ডাকার হুঁশিয়ারিও দেন অংশগ্রহণকারীরা।
    নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহŸায়ক রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এই রুটের বেসরকারি সকল এসিবাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে।
    তিনি বলেন, নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘদিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো এই পরিবহন খাতটি ছিল গডফাদার ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে। আমাদের দাবি না মানলে হরতালের ঘোষণা দেওয়া হবে। আর এই হরতাল হবে এই সরকারের আমলে প্রথম হরতাল। আশা করি, হরতালের আগেই আমাদের দাবি মেনে নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল, কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। সংবাদ প্রকাশঃ =১০-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments