Saturday, December 28, 2024
spot_img
More

    কুমিল্লায় সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    সিটিভি নিউজ।। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকালে কুমিল্লা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মো: মমিনুর রশিদ শাইন। সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা কমিটির যুগ্ন আহবায়ক বাবর হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মো: খাইরুল মজিদ, যুগ্ম মহাসচিব মো: আব্দুল মজিদ, যুগ্ম মহাসচিব মো: কাজী মাহমুদুল হাসান, সহাকারী সচিব মো: আতিকুর রাহমান আজাদ, সহ-মহাসচিব মো: হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মো: আবেদ আলী।

    আলোচনা সভায় বক্তারা সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা মজুমদার। স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা প্রধান উপদেষ্টা ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি জয়দল হোসেন, সহ-সাধারন সম্পাদক রেজাউল করিম সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান, মো: শরীফ সুমন, অর্থ সম্পাদক নারায়ণ কুন্ড, সহ-দপ্তর সম্পাদক মো: জামাল হোসেন, সহ-প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন, বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হ্দয়, কুমিল্লা মহানগর শাখার সভাপতি মইনুল হক, বরুড়া উপজেলা শাখার সভাপতি এম এ কুদ্দুছ, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, লালমাই উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদস্য মাহবুবুল আলম রুমি প্রমুখ।

    শোকসভায় সভায় বক্তারা বলেন, প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ১৯৭০ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের বাংলা সংবাদ বিভাগে কাজ করেন। তাছাড়া বেতারে বিভিন্ন কথিকা ও সংবাদ পর্যালোচনা লিখেছেন দীর্ঘদিন। তিনি অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ছিলেন। তিনি নজরুল একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। তার উদ্যোগেই ১৯৮২ সালের ১২ই ফেব্রুয়ারি দেশের সর্বস্তরের সাংবাদিকদের একক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনে তার বহু প্রবন্ধ, গল্প, কবিতা ও নিবন্ধন প্রকাশিত হয়েছে। তিনি দেশের অন্যতম আন্তর্জাতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। ১৯৭৩ সাল থেকে তিনি আন্তর্জাতিক বিষয়ে নিয়মিত পর্যালোচনামূলক লেখা লিখে আসছেন এবং একজন সাংবাদিকদের সফল অভিভাবক ছিলেন তিনি। আলোচনা শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয়। সংবাদ প্রকাশঃ =০৮-১১-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

    আরো সংবাদ পড়ুন

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    Google search engine

    সর্বশেষ সংবাদ

    Recent Comments